আমাদের কথা খুঁজে নিন

   

কাব্যচূর্ণ

শেষ বলে কিছু নেই

১ আকাশ একলা থাকলেই ভালোমানুষ; মেঘ এলো তো কান্নাকাটি, চীৎকার...ধুন্ধুমার আমি তাই ধরে ধরে পৃথিবীর সব মেঘ পুরে রেখেছি ল্যাপটপে এখন আমার টেবিল ঘিরে যত বজ্র-বিদ্যুত-অন্ধকার ২. একটি কৃষ্ণ-কাক, একটা ঠ্যাং অপঘাতে খোড়া সন্ধ্যার ঘাসে ডানা ঘষটাতে ঘষটাতে ঢুকে যাচ্ছে রাত্রির মাঝে আমি কুলুঙ্গি-ভরতি অন্ধকার ঢেলে দেই সদ্য লেখা কবিতার উপর আর মস্তিষ্কের কোষে কোষে বিটোফেনের সিক্সথ সিম্ফনি বাজে... ৩. বিটোফেন বিটোফেন, আসেন ভাই পরিচয় করিয়ে দেই: এনার নাম কাক, এনার কালোত্ব নিয়া কাব্য হইসে প্রচুর এক পৃথিবী আলোর মাঝে এনার স্থিতি অনন্য, অনবদ্য তাই রাত্রি শেষ হইলেও শেষ হয় নাই কৃষ্ণ-সুর... (চলবে....)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।