আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল প্রতিবন্ধী মন্ত্রীদের সক্ষম করে তুলতে হবে : হাসানুল হক ইনু

হ্নীলার বাঁধন বাংলাদেশের মহাজোট সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ডিজিটাল প্রতিবন্ধী হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। জাতীয় সংসদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইনু আজ (সোমবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন। তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল প্রধানমন্ত্রী। কিন্তু তার মন্ত্রী,প্রতিমন্ত্রী এবং প্রশাসন ডিজিটাল প্রতিবন্ধী। এসব প্রতিবন্ধীদের সক্ষম করে তুলতে না পারলে বর্তমান সরকারের ভিশন ২০২১'র ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন মাটি হয়ে যাবে।

এসব ডিজিটাল প্রতিবন্ধী মন্ত্রীদের দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়। হাসানুল হক ইনু বলেন,প্রতিবন্ধীদের বোঝা বলা হয়। সক্ষম বেকাররাও তো বোঝা। দেশের মানুষকে সক্ষম এবং তাদের কাজের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি দাবি করেন, যুদ্ধাপরাধের বিচার না করলে দেশে শান্তি আসবে না।

যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না তাদের বর্জনের বিষয়েও ঐক্যমত্যে আসতে হবে। যারা তাদের বর্জন করবে না তাদেরকেও রাজনীতি থেকে বর্জন করতে হবে। জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইসরাফিল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কার্যনির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস, বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তফা জব্বার প্রমুখ View this link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.