আমাদের কথা খুঁজে নিন

   

পেলেকে ম্যারাডোনার খোঁচা

সততা ভালবাসি

দক্ষিণ আফ্রিকায় পা রাখার পর থেকেই আফ্রিকানদের সমর্থন আদায়ের চেষ্টায় নেমেছেন আর্জেন্টাইন কোচ। সেই চেষ্টার অংশ হিসেবেই কি না এবার মাধ্যম হিসেবে বেছে নিলেন পেলেকে। এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা আরকি! পেলেকে খুঁচিয়ে আফ্রিকার মানুষের মন জয়। আফ্রিকায় প্রথম বিশ্বকাপ নিয়ে যারা সংশয় প্রকাশ করেছিল, সেই সব নিন্দুকের মুখে ছাই দিয়ে সাড়ম্বরে চলছে বিশ্বকাপ। গত জানুয়ারিতে আফ্রিকান নেশনস কাপ চলার সময় টোগো দলের ওপর হামলার পর পেলেও নিরাপত্তা নিয়ে তাঁর শঙ্কার কথা জানিয়েছিলেন।

ম্যারাডোনা মোক্ষম সময়ের অপেক্ষায় ছিলেন সেটিরই পাল্টা কোনো জবাব দিতে। এতদিন পর সেই কথার সূত্র ধরে আর্জেন্টিনা কোচ বললেন, ‘আফ্রিকান নেশনস কাপের আগে টোগো দলের ওই ট্র্যাজেডির সময় পেছনে ১০ নাম্বার পরে বিশ্বকাপ খেলা এক কালো চুলের ভদ্রলোক বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আয়োজনের উপযুক্ত জায়গা নয়। আমি বরং বলতে চাই, বিশ্বকাপ এখন অনেক দূর এগিয়েছে। ’ বরাবরই আফ্রিকার ফুটবলের ভক্ত পেলে অবশ্য কতটা জোরালোভাবে বিশ্বকাপ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন, এ নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু ম্যারাডোনা সেই সুযোগ হাতছাড়া করবেন কেন।

প্রিটোরিয়ার লোফটাস ভার্সফেল্ড স্টেডিয়ামে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, ‘এই লোকটি বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। কিন্তু আজ দক্ষিণ আফ্রিকা ওই কালো চুলের লোকটিকে দেখিয়ে দিয়েছে স্বাগতিক হিসেবে তাদের যোগ্যতা। ’ আফ্রিকার মাটির প্রথম বিশ্বকাপের সাফল্য কামনা করে আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘আমরা বিশ্বকাপের শুরুটা জানি। আমি হূদয়ের গভীর থেকে আশা করি, দক্ষিণ আফ্রিকা চমত্কার একটি বিশ্বকাপ উপহার দেবে। এর কৃতিত্ব ড্যানি জর্ডান (আয়োজক কমিটির প্রধান) এবং সেই সব লোকের, এই আয়োজনের প্রতি যাদের আস্থা ছিল।

আমি অনেক লোককেই দেখেছি, যারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিন-রাত খেটে মরেছে। ’ আর্জেন্টিনার জন্য যেভাবে প্রায় নতুন করে ঢেলে সাজানো হয়েছে তাদের বেস ক্যাম্প, সে জন্যও কৃতজ্ঞতার শেষ নেই অধিনায়কের পর কোচের ভূমিকাতেও বিশ্বকাপ জেতার স্বপ্নে বিভোর ম্যারাডোনা, ‘আমাদের বেস ক্যাম্পটি বিশাল। এবং এখানে আমরা আরামেই আছি। আমরা অবশ্যই সঠিক একটি জায়গা বাছাই করেছি। ’ ওয়েবসাইট।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।