আমাদের কথা খুঁজে নিন

   

এক লাইনের কবিতা (বড় ভাইয়ের মৃত্যুতে....) (৯৬১-৯৬৫)



(১৩ জুন ভোর ৫টা ৩০ মিনিটে আমার এক বড় ভাই চির বিদায় নিলেন...ইনা.....রাজিউন) ১. বিদায় অবশেষে অভিমানে তোমার বিদায়, আমিও অভিমানী বিদায় তোমায়। ২. মৃত্যু কিছু কিছু মৃত্যু থমকে দেয় অল্পতে, আবার স্বস্তিও কিছু কম নয় মুত্যুতে। ৩. স্খবির আজ কবির কলম স্থির , একটি মৃত্যু কবিকে করেছে স্থবির। ৪. স্বপ্নের পায়রা একবার বলে যাও তোমার ঠিকানা, তোমার স্বপ্নের পায়রাগুলো ঝাঁপটায় ডানা। ৫. বারতা আমারও বুকের বাম দিকে চিন চিন ব্যথা, এই কি মুত্যুর বারতা?? ১৩/০৬/২০১০ প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর সকাল ১১ টা ২০ মিনিট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।