আমাদের কথা খুঁজে নিন

   

জাগালোর প্রশ্নঃ হারলে কী করবে ম্যারাডোনা

ভাবনারা মাথার ভিতর অবিরত তুলছে ঢেউ
জিতলে দিগম্বর দৌড় কিন্তু বিশ্বকাপে ব্যর্থ হলে আর্জেন্টাইন কোচ ডিয়েগো ম্যারাডোনা কী করবেন? ব্রাজিলের সাবেক কোচ মারিও জাগালো এ প্রশ্নের উত্তরটাই খুঁজছেন! 'যদি ও (ম্যারাডোনা) হেরে যায়, ও কোথায় বসবে? স্মৃতিস্তম্ভে?'_জাগালোর তির্যক প্রশ্ন। আর্জেন্টিনাজুড়ে ম্যারাডোনার পূজারীর সংখ্যা কম নয়, আবার সমালোচকেরও অভাব নেই। হুয়ান রিকুয়েলমেকে ফেরানোর উদ্যোগ নেননি, ২৩ জন বাছাই করতে গিয়ে হাভিয়ের জানেত্তি, এস্তেবান ক্যাম্বিয়াসের মতো নির্ভরযোগ্য যোদ্ধাদের ব্রাত্য করে দিয়েছেন। মেসি-হিগুয়াইন-মিলিতো-তেভেজদের পাশাপাশি বুড়ো পালের্মোতে আস্থা রাখার দুঃসাহস দেখিয়েছেন। এরপর আবার বলেছেন শিরোপা জিতে দিগম্বর দৌড় দেখাবেন! এই কোচ ম্যারাডোনা যদি ব্যর্থ হন, তাহলে জাগালোর প্রশ্নই ফিরে আসবে ম্যারাডোনাবিরোধীদের মুখে।

নাইজেরিয়ার বিপক্ষে কালকের ম্যাচ থেকেই জাগালোর প্রশ্নের উত্তর খোঁজা যেতে পারে। কোচ হিসেবে বিশ্বকাপে ম্যারাডোনার সাফল্য-ব্যর্থতার খাতায় দাগ পড়া তো শুরু হবে সুপার ঈগলদের বিপক্ষের ম্যাচটি দিয়েই। তবে ওই প্রশ্ন করলেও ফেভারিটদের তালিকায় আর্জেন্টিনাকে ঠিকই রাখছেন জাগালো; বিশ্বচ্যাম্পিয়ন ইতালি, জাভি-ফ্যাব্রেগাস-ইনিয়েস্তায় সাজানো স্পেন, রুনি-টেরিদের ইংল্যান্ড এবং লিওনেল মেসির আর্জেন্টিনার সম্ভানার কথাও। 'আর্জেন্টিনা, ইতালি, স্পেন এবং ইংল্যান্ড বিস্ময় উপহার দিতে পারে। এ দলগুলো দারুণ শক্তিশালী।

আর্জেন্টিনা দলে ব্যক্তিগত প্রতিভাসম্পন্ন ফুটবলার আছে। এটা অন্য আর্জেন্টিনা, যারা সত্যিই সমীহ করার মতো। ' কার্লোস দুঙ্গাও আছেন গরম কড়াইয়ের ওপর। ব্রাজিলের শৈল্পিক ফুটবল 'খুন' করার দায়ে তাকে শূলে চড়াতে তৈরি ব্রাজিলেরই অনেক সমালোচক। বিশ্বকাপে ব্যর্থ হলেই তারা দুঙ্গাকে একহাত নিতে নেমে পড়বে।

তবে জাগালো কিন্তু দুঙ্গাতেই আস্থা রাখছেন, 'লুকোচ্ছি না, আমরা ফেভারিট। বিশ্বকাপের দাবিদার আমরাও। দুঙ্গা কোচ হিসেবে যা বলেছে, করেছে, তাতে আমি সম্মতি জানাচ্ছি। কিন্তু ম্যাচে আসল খেলাটা তো খেলতে হবে। ' সুত্র-দৈনিক কালের কন্ঠ
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.