আমাদের কথা খুঁজে নিন

   

যাত্রাবাড়ি-কাঁচপুর সড়ক ৮ লেনের কাজ পরিদর্শনে কাদের

সোমবার যাত্রাবাড়ি-কাঁচপুর মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান যোগাযোগমন্ত্রী।
তিনি জানান, যাত্রাবাড়ি-কাঁচপুর মহাসড়ক আট লেনের করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রথম পর্যায়ে পাঁচ কিলোমিটার মহাসড়কের কাজ ৩৫ শতাংশ শেষ হয়েছে।
দেশের জাতীয় মহাসড়কগুলোর মধ্যে এটিই হবে প্রথম আট লেন বিশিষ্ট মহাসড়ক। এ প্রকল্পের কাজ শেষ হলে যাত্রাবাড়ি হয়ে ঢাকায় প্রবেশপথ যানজটমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।


দুটি পর্যায়ে নয় কিলোমিটার দীর্ঘ যাত্রাবাড়ি-কাঁচপুর মহাসড়ক আট লেনে উন্নীতকরণ প্রকল্পটির কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
প্রথম পর্যায়ে ৬০ কোটি টাকা ব্যয়ে গত ডিসেম্বরে পাঁচ কিলোমিটার মহাসড়ক আট লেনে উন্নীতকরণকাজ শুরু হয়। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করতে জুলাই মাসে দরপত্র আহ্বান করা হবে।
কুতুবখালী, রায়েরবাগ, শনিরআখড়া ও সাইনবোর্ড এলাকায় প্রকল্পের কাজ পরিদর্শন করেন যোগাযোগ মন্ত্রী।
এসময় সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিনসহ সওজর সংশ্লিষ্ট প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।