আমাদের কথা খুঁজে নিন

   

প্রবেশ স্বীকৃত নয় তোমার [ছন্দহীন কাব্য]

কে বোঝে কতটা বিষন্ন অনন্ত এই চন্দ্রায়ণ

. আমি দু'চোখে দু'টি ভিন্ন দুনিয়া ভ্রমণ করে ফিরি একটিতে তুমি সর্বস্ব সুখের নীড় আমি জমি চষে বেড়াই আপাদমস্তক ঘেমে ফসল ফলাই আর তুমি তাতে বসাও কর; আমি দরিদ্র থেকে হয়ে যাই হতদরিদ্র।। অন্য দুনিয়ায় আমি অন্য মানুষ পয়সা গুনে পকেটে রাখিনা তোমার আবদারের ভারে আমি নত নই এখানে; যদিও তোমার সুখে আমি নেমে যাই আঁস্তাকুড়ে দুর্গন্ধময় পচাগলা আবর্জনায় খুঁজে চলি অতি অভিমানে আকুত তোমার সুখের হার। অতিষ্ট আমি দু'দুনিয়াতেই তৃতীয়া'র কল্পনা করি রচনা করি একটি প্রেমহীন বক্ষ সমাচার। একটু গোপনে বলি, 'ওখানে প্রবেশ স্বীকৃত নয় তোমার।' ১০/০৬/১০ [ছবি:ইন্টারনেট]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.