আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়পুরে ডুব সাঁতার

সব উল্টে পাল্টে যায় ইদুরের ভয়ে বিড়াল পালায় হরিণ আতংকে বাঘ ডরায় চুপিসারে আঁধারে জলের ঘরে কে ঘন্টা বাজায়.... [img|http://cms.somewhereinblog.net/ciu/image/127233/small/?token_id=bb1b20beec68107cdcd13318fc2512ca যারা কবিতা ভালোবাসেন, কবিতা শুনতে ভালোবাসেন, ভালোবাসেন কবিতা আব্বৃত্তি করতে- একবার ঘুরে আসতে পারেন ২২ মে বুধবার সন্ধা ৬টা ৩০ মিনিটে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শাওকত ওসমান মিলনায়তনে । বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমীর নতুন প্রযোজনা 'হৃদয়পুরে ডুব সাঁতার' অনুষ্ঠানের গ্রন্থনা ও নির্দেশনায় রয়েছেন বিশিষ্ট আব্বৃত্তিকার শিমুল মুস্তফ। বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমী- বাংলাদেশের অন্যতম একটি সংগঠন, যা পরিচালিত হয় বিশিষ্ট আব্বৃত্তিকার শিমুল মুস্তফা কতৃক।আর ইহা বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন সংগঠন, যার বয়স প্রায় আটাশ বছর। শিমুল মুস্তফা সম্পর্কে মনে হয় কোনো বিবরণ না দিলে ও চলবে, আমার ধারণা আব্বৃত্তি শিল্পী বলতে মানুষ শিমুল মুস্তফাকেই বুঝে, আব্বৃত্তি কে শিল্প বানানোর পেছনে উনার অবদান বেপক বিস্মৃত। যদি কেউ তার তত্ত্বাবধানে থেকে আব্বিত্তি শিখতে চান তাহলে চোখ রাখতে পারেন এই ফেসবুক পেজে : Click This Link  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.