আমাদের কথা খুঁজে নিন

   

ভাবছি...

প্রিয় মাধবীলতা...

সময় পাল্টায়,পাল্টায় অনুভূতি অতীত আর বর্তমানের কল্পনায় আজ বিস্তর ফারাক। সেসময় দুরন্তপনা ছিল আকাশছোঁয়া বয়স বেড়েছে, কমেছে কৈশোরবেলার সেই মিষ্টি দুরন্তপনা তবে ভালবাসা বেড়েছে খুব নীরবে, অতি যতনে। যদিও 'ভালবাসি' মুখ ফুটে বলিনি দুজনায় টিএসসি তে আজো কপোত-কপোতীরা বসে, বাদাম চিবোয় আমরাও বসতাম একসময়, হয়ত আবার বসবো কল্পনায় ভীড় ঠেলে বাংলা একাডেমীর আনাচেকানাচে ঘুরে বেড়াব। মনে পড়ে যাবে অনেক বছর আগে ১০ ই ফাল্গুনের স্মৃতি, দুজনে প্রথম এসেছিলাম একসাথে। ঐ দিনটি এক প্রকার কবিতা দিবস ছিল! আমি জন্মদিনের শুভেচ্ছা জানাতাম তোমাকে কবিতর চরণ দিয়ে।

আজ কেন যেন বারবার মনে পড়ছে ঐসব দিনের কথা, তোমাকে। তোমার ক্যাম্পাসে শেষ যেদিন গিয়েছিলাম অনেক জড়তা কাজ করছিল, বোঝাতে পারব না। ফিরে আসার পর তোমার মুঠোবাক্য কেন যেন একটা অনুভূতির জন্ম দিয়েছিল। এরপর ঐ বিশেষ দিনগুলোয় আর কখনো কথা হয় নি আমাদের। প্রশ্ন করি, অপেক্ষা করতে আমার জন্য? জানি, জানা হবে না উত্তর, তবে আজো কবিতা লিখি তোমাকে নিয়ে।

বৃষ্টি পড়ছে খুব,ঝড় ছুটেছে রবীন্দ্রনাথের ‘হঠাৎ দেখা’ আবৃত্তি শুনছি আর ভাবছি, শুধুই ভাবছি। © ফয়সাল বিন হাফিজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।