আমাদের কথা খুঁজে নিন

   

ছামুর প্রতি ভালবাসায় নোটিশবোর্ডের আহবানে সাড়া দিয়ে এত্ত কস্ট কইরা একটা ব্যানার বানাইলাম! পুরাই বৃথা যাবে?

ihzaka@yahoo.com হুপফূল মানসিক স্বচ্ছতায় বিশ্বাসী.. কিছুটা বাদর কিছুটা নিরিহ কিসিমের! তবে, অনেক বড় স্বপ্ন দেখে এদেশটাকে নিয়ে, যেখানে একদল শিক্ষিত তরুন ঘূণে ধরা রাজনীতিকে সত্যিকারের পরিবর্তণের পথে চালিত করতে নোংরা, হিংস্র সামপ্রদায়িকতামুক্ত, প্রকৃত দেশপ্

সামুর নোটিশবোর্ডের নোটিশ দেইক্ষা বিশ্বকাপ ফুটবল ২০১০ এর লিগা 'ফিফা ওয়াল্ড কাপ ২০১০' ব্যানারটার মূল থিম: বৈশ্বিক ফুটবলের স্পিরিট, দর্শকের উন্মাদনা, মিডিয়ার কাভারেজ, দারিদ্র, আফ্রিকান কালচার, ইত্যাদি কনসেপ্টের ভিত্তিতে ডিজাইন মেইক করা। থালা হাতে বাচ্চা দিয়ে মূলত দারিদ্রের সংগে আফ্রিকার নিত্ত সংগ্রামের বিমূর্ত একটা ধারনা দেয়ার চেস্টা করেছি! যেটা ডানপাশের মিডিয়া কাভারেজ আই মিন ফটুগ্রাফারের ভিউ থেকে প্রথমেই চোখে পরছে! জানিনা থিম টা কতটুকু ফুটাতে পেরেছি! স্বার্থকতা ব্যার্থতা আপনাদের চোখে ধরা পড়বে! তবে অনেক অনেক চিন্তা ভাবনা আর পরিশ্রম করেছি ! কিন্তু কঠিন বাস্তবতার সহজাত প্রভৃত্তিতে এই ভূলু মনা আমার দ্বারা এইরাম একটা ভূল হবেনা তা কি করে হয়? ব্যানারটা জুম করে দেখতে চাইলে এইখানে ক্লিক করুন! গতকাল সকালে লগ ইন কইরা দেহি ব্যানার এডানোর টাইম শ্যাষ। আমার এত্ত কস্টের হেই ব্যানারটাই নাকি নিজের ভূলে সাবমিট করতে পারলামনা ! কস্টে সত্তি সত্তি আমার নিজের চুল নিজেরই ছিড়তে মুঞ্চাইতাছে! মডারেটররা চাইলে কি- না করতে পারে ? পোস্ট আকারে দেব কিনা সংকায় ছিলাম ! কে কি মনে করে ! অবশেষে সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: @ হুপফূলফরইভার আপনি আলাদা ভাবে আপনার ব্যানারের পক্ষে ভোট চেয়ে একটা পোষ্ট দ্যান আর আমরা সেখানে প্লাস দেই। সেখানকার প্রাপ্ত প্লাস যদি এইখানের ৩৫ টা থেকে বেশি হয় তখন ফিডব্যাকে মেইল দিয়েন এর অনুপ্রেরণায় পুনরায় পোস্টটা দিলাম! আপনাদের ভাল লাগায় পথ চলা হুপফূলফরইভার এর এত্ত কষ্টের এই ব্যানারটা যদি সত্তি সত্তি আপনাদের ভাল লাগে আর নোটিশবোর্ডের শর্তগুলো পুরোপুরি পূরণ হয়েছে বলে মনে করেন, তাহলে আমাকে + ভোট করুন! অনেক অনেক খুশি হব! আমার শ্রম স্বার্থক হয়েছে বলে মনে করব!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।