আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণপক্ষে জোনাক আলো জ্বেলে

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

কৃষ্ণপক্ষে জোনাক আলো জ্বেলে সময় কতোটা হামাগুড়ি দিয়ে গেলে কৃষ্ণপক্ষে জোনাক আলো জ্বেলে উদাসী সাঁঝের আঙ্গিনায় তুমি এলে ওই সাঁঝে তোমার আগমনি পায়ে নুপুর হৃদয়ের তারে ঝংকারে সুধা, মধু-সুর অনুভবে এনেছিলে কাঁপন দুরুদুর স্বর্গের অপ্সরা এলে মানবীর রুপে নিশিথ-কালো চাদরের পরে চুপে চুপে হৃদয় বিছাতে পারিনি, বসাতে অরুপে বক্ষ পাশে এলে যদি ক্ষনিকের অতিথি দুলে উঠেছিলো ক’টি শুকনো স্মৃতি ফেলে আসা কোন কালের অনুরাগ-প্রীতি হৃদয়ের কোণ ভরে ছিলো কতো কথা শোনাতে পেরেছি! সব জমা আকুলতা শত চেষ্টাতে ভাঙতে পারিনি মৌণতা ফের যদি আসো কভু, এসো চাঁদেলা রাতে ছড়িয়ে দেবো সব কথা জোছনার সাথে কেটে যাবে সারা নিশি গল্পকথা কুড়াতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।