আমাদের কথা খুঁজে নিন

   

মুশাররফের জামিন মঞ্জুর

মুশাররফ বর্তমানে ইসলামাবাদের চাক শাহজাদ খামার বাড়িতে গৃহবন্দি। তার বিরুদ্ধে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। কিন্তু এরই মধ্যে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করায় তিনি দেশে অবস্থান করার সুপ্রিম কোর্টের নির্দেশের মুখেও দেশ ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে। মুখরক্ষা হয় এমন কোনো কারণ দেখিয়ে বিশেষত, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি দেশ ত্যাগ করতে পারেন বলেই ধারণা অনেক পর্যবেক্ষকের। ৪ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে ১১ মে’র সাধারণ নির্বাচনে অংশ নিতে পাকিস্তানে ফিরেছিলেন মুশাররফ।

কিন্তু তার বিরুদ্ধে নানা মামলা থাকায় তাকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করা হয়। নির্বাচনে জয় লাভ করেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) এর প্রধান নওয়াজ শরীফ। পাকিস্তানে গ্রেপ্তার হওয়া মুশাররফই প্রথম সাবেক সেনা প্রধান। পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তারা এমনকি অবসর গ্রহণের পরও ধরা ছোঁয়ার বাইরে- এ অলিখিত নিয়ম ভেঙে গ্রেপ্তার করা হয় মুশাররফকে। তার সঙ্গে কর্তৃপক্ষের এ আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির বর্তমান সেনাপ্রধান কায়ানি।

২০ এপ্রিলে আদালত মুশাররফকে একটি মামলায় দুই সপ্তাহের রিমান্ড দেয়। এরপর ৩০ এপ্রিলে বেনজির ভুট্টো হত্যা মামলায় সন্ত্রাসবিরোধী আদালত মুশাররফকে আরো ১৪ দিনের রিমান্ড দেয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।