আমাদের কথা খুঁজে নিন

   

প্রোগ্রামিং প্রতিযোগিতায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এস ইউ বি) এর ধারাবাহিক সফলতা



বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন কোন সুষ্ঠ প্রতিযোগীতা নেই যার মাধ্যেমে শিক্ষার্থীরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারে। সুষ্ঠ প্রতিযোগীতা ছাড়া শিক্ষার্থী পর্যায়ে শেখার গুরুত্বটা অত গভীর হয় না। শুধুমাত্র সুষ্ঠ প্রতিযোগীতাই পারে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কম্পিউটার বিজ্ঞান বিভাগই এর ব্যতিক্রম । দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়, যেখানে কম্পিউটার বিজ্ঞান বিভাগ আছে সেখানেই প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য প্রোগ্রমিং এর চর্চা হয়।

আর এই প্রোগ্রামিং চর্চা যেন আমাদের দেশের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি সংস্কৃতি হয় তার জন্য বাংলাদেশেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১৯৯৭ সাল থেকে ধারাবাহিকভাবে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, আর্ন্তজাতিক কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান বিভাগ বিগত ২০০৮ সাল থেকে প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। প্রথম দিকে প্রোগ্রামিং প্রতিযোগিতায় তেমন সফলতা না পেলেও কম্পিউটার বিজ্ঞান বিভাগের আন্তরিক প্রচেষ্টায় প্রতিযোগীরা তাদের প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধির জন্য কঠোর প্ররিশ্রম করতে থাকে। এরই ধারাবাহিকতায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রথম আহ্সানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম র‌্যাংক পায়। মূলত প্রথম থেকে দশম স্থান পর্যন্ত প্রোগ্রামিং দলকে র‌্যাংক দেয়া হয়ে থাকে ।

এর পর থেকে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিভিন্ন বিশ্ববিদ্যায় আয়োজিত প্রোগ্রামিং প্রতিযোগীতায় ধারাবাহিক ভাবে তাদের কঠোর পরিশ্রমের সফলতা পেতে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ২০০৯ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগীতা ও আন্তর্জাতিক কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার ঢাকা সাইটে যথাক্রমে ৭ম এবং ৪র্থ স্থান অর্জন করা। এছাড়া এই বছরের শুরুতে ২০১০ সালে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগীতায় ৪র্থ স্থান অর্জন করে এবং উল্লেখ্য যে, এই প্রতিযোগীতায় সর্বপ্রথম স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি দলকে পেছনে ফেলে। এছাড়াও প্রায় সব প্রোগ্রামিং প্রতিযোগীতায় বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন দলকে নিয়মিত পেছনে ফেলে এ ধরনের সুষ্ঠ মেধার প্রতিযোগীতায় তাদের মেধার স্বাক্ষর রাখতে সমর্থ হয়েছে। এরকম একটা সুষ্ঠ প্রতিযাগিতা ছাড়া এটা কখনও সম্ভব হত না ।

এরই ধারাবাহিকতায় এস ইউ বি প্রতিযোগীতায় ২টি করে প্রোগ্রামিং দল পাঠাতে থাকে। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের নতুন দলটিও প্রথম থেকেই আস্তে আস্তে উন্নতি করতে থাকে। গত মে মাসে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় এস ইউ বি ২টি দল পাঠায় এবং ২টি দলই প্রতিযোগিতায় তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সমর্থ হয়। উল্লেখযোগ্য বিষয় হল ২টি দলই এই প্রতিযোগীতায় র‌্যাংক পায়। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মূল দলটি ১ম রানার আপ(২য় স্থান) অর্জন করে এবং ২য় দলটি ১০ম স্থান অর্জন করে ।

এই ফলাফল যে কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর জন্য একটি উল্লেখযোগ্য ব্যাপার। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের এই ধারাবাহিক সফলতার পেছনে বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষকদের নিরন্তর প্রচেষ্টা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় যার ফলে শিক্ষার্থীরা প্রোগ্রামিং এ ভালো করতে পারে এবং এ, সি, এম প্রোগ্রামিং প্রতিযোগিতার মত প্রতিযোগীতায় অংশ গ্রহণ করতে উৎসাহিত হয়। শিক্ষার্থীদের উৎসাহ অক্লান্ত পরিশ্রম, সাধনা এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের নিবিড় তত্ববধানে আজ স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রোগ্রামিং প্রতিযোগিতায় এই ধারাবাহিক সাফল্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।