আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মের উথ্থান আর ধর্মান্ধতা - মুভি রিভিউ - Agora

সত্য বলার সাহস, কিন্তু তা হজম করার সাহস ক্য় জনের আছে তা জানি না .।

পেগান সভ্যতার শেশের দিকে খৃষ্টীয় সভ্যতা যখন কেবল মাথাচাড়া দিয়ে উঠছে, তখনকার ঘটনা হচ্ছে Agora। পেগান ধর্মাবলম্বীদের মধ্যে বিদ্যার্জন একটা বিশাল কর্ম। এটা দেবতাদের কাছে পাওয়ার একটা উপায় ও বটে। হাইপেশিয়া, পেগান লাইব্রেরীর প্রধান থিওনের কন্যা।

তাকে নিয়েই মুলত সিনেমার কাহিনী। ধর্মের উথ্থান আর ধর্মান্ধতা, কালে কালে ধর্মকে ব্যবহারকারী কিছু শয়তান, আর মানবিক প্রেমের এক দারুন আখ্যান Agora। সিনেমাতএ দেখা যায়, খৃষ্টীয় প্রচারকরা যখন দাশদের উন্নত জীবনের কথা বলে, তারা দলে দলে ভীরতে থাকে ঐ ধর্মের দিকে। এটা স্বভাবতই চিন্তার কারণ হয়ে দাড়ায় পেগানদের জন্যে। তখন তারা আঘওশিত আক্রমন চালায় খৃষ্টানদের উপর।

কিন্তু সারা জীবন আবিচার পেয়ে আসা দাশেরা এটা প্রতিহত করে। ঠিক এদের কারণেই পেগানরা পিছু হটতে বাধ্য হয়। এই সুযোগে খৃষ্টানরা দখল নেয় পেগানদের লাইব্রেরীর। এর পর সিনেমা এগিয়ে যায় তিন বছর। কাহীনী মুলত শুরু এখান থেকেই।

দাষ ডেভাস , যিনি হাইপেশিয়ার একান্ত ভক্ত, দল বদল করে যায়গা নেয় খৃষ্টানদের দলে। আবার ইহুদি রাও মেনে নিতে পারেনা খৃষ্টানদের উথ্থান। ষহুরু হয় ধর্মের নামে যুদ্ধ। কিন্তু সারা জীবন তত্ব আর তথ্য নিয়ে কাজ করা হাইপেশিয়া কোনো পক্ষেই যেতে রাজী না। সে চায় যুক্তি।

কেনো খৃষ্টান অথবা কেনও ইহুদি। বাংলাদেশের ফতোয়াবাজদের মত " সিরিল ", যিনি খৃষ্টানদের মোল্লা তিনি হাইপশিয়া কে ডাইনী আখ্যা দেন। ডেভাষের মনে যেগে উঠে মানবিকতা। সে কি করবে? ধর্মের সাথে থাকবে নাকি মানবিকতা। এই নিয়েই আগোরা।

আগোরা এর ডাউনলোড লিন্ক পরিচালক - আলেকসান্দ্রো আমেনবার। Hypatia - Rachel Weisz Davus - Max Minghella Oreste - Oscar Isaac Ammonius - Ashraf Barhom Synesius - Rupert Evans Theon - Michael Lonsdale Aspasius - Homayoun Ershadi Cyril - Sammy Samir Olympius - Richard Durden Isidorus - Omar Mostafa Medorus - Oshri Cohen Pierre - Yousef Sweid

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.