আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির গান ( কিস্তি-২ )

প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে

লোপামুদ্রার গানের কথা যখন এলোই তবে মৌসুমি ভৌমিকের গানের কথা ভুলে যাই কী করে? সুতরাং এই শিল্পীর একটি বৃষ্টির গানও মনে করে নিতেই পারি। বৃষ্টি পড়েরে বৃষ্টি পড়েরে ভেজা উঠোন ভেজা বাড়ি ভেজা ছাদে মায়ের শাড়ি জল জমেছে রে..শহর জুড়ে রে.... মৌসুমি ভৌমিকের গানের ভেতরে কেমন এক আত্ম নিমগ্নতা আছে। আর সেই নিমগ্নতার কারনেই হয়তো অনেকের কাছে তিনি প্রিয়তর শিল্পী। তা ছাড়া সকল মানুষইতো কোনো না কোনো সময়ে আত্ম নিমগ্ন হতে ভালোবাসে। তাইনা? ** আমাদের বাংলা সিনেমার অনেক উল্ল্যেখ যোগ্য অথবা বলা যেতে পারে বহুল জনপ্রিয় বৃষ্টির গান আছে।

তবে বেশীর ভাগ সময়েই তা বড্ড চটুলতায় পূর্ণ। যেমন রংবাজ সিনেমার এই গানটি- হৈ হৈ হৈ রঙ্গিলা রঙ্গিলা রে রিমঝিম ঝিম বরষায় মন নিলারে.. অথবা রুনা লায়লার সেই বিখ্যাত গান এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা....ইত্যাদি কিন্তু্ এই রুনা লায়লা'ই যখন তার মোহনীয় কন্ঠে সুর ধরেন অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন একমুঠো রোদ্দুর আমার দু'চোখ ভরে তুমি এলে কত বেদনার বিষন্ন মেঘে ভেসে ভেসে এলে তুমি অবশেষে তাই বাতায়নে ময়ূর এলো চঞ্চল চঞ্চল খুশি এলো অন্তরে আমার দু'চোখ ভরে তুমি এলে তখন অদ্ভূত এক রোমান্টিসিজমে আমরা আপ্লুত হয়ে উঠি। অনেক অপেক্ষা শেষে প্রিয়তম মুখ আমাদের কাছে আরো প্রিয়তম হয়ে ওঠে। বৃষ্টি আর আবেগ আমাদের ভাসিয়ে নিয়ে যেতে থাকে। প্রায় কাছাকাছি বাক্যবিন্যাসের আরেকটি অপূর্ব গান আছে, যেটি গেয়েছিলেন অনন্য সাধারন সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

তার গাওয়া গানের কথা গুলো এরকম- তুমি এলে, অনেকদিনের পরে যেন বৃষ্টি এলো তুমি এলে, অনেক কথা এলো মেলো মনে হলো এ ছাড়াও হেমন্তের আরেকটি গানের অন্তরায় বৃষ্টি এসেছে এভাবে আকাশে বৃষ্টি আসুক পাখিরা উঠুক কেঁপে ঝড়ে সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে তবে সেই সময়ের ভারতীয় বাংলা শিল্পীদের মধ্যে ধারনা করি হৈমন্তি শুক্লার বৃষ্টির এই গানখানিই সবচে জনপ্রিয়- ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়োনা আমার এতো সাধের কান্নার দাগ ধুইয়োনা সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি.. ভালোবাসার মানুষকে ভালোবাসা দেখাবার জন্য বৃষ্টির কাছে কি অদ্ভূত একটি চাওয়া! কি সরল আর মায়াময়! তাইনা? মান্নাদের এই বৃষ্টির গানেও মজার আকাঙ্খা প্রকাশিত হয়েছে ওগো বর্ষা তুমি ঝরোনাগো অমন জোরে কাছে সে আসবে বলো কেমন ক'রে? এলে না হয় ঝোরো তখন অঝর ঝরে যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে আহা! কতদিন এমন আবেগে কত প্রেমিকজন ভেসেছিলো। আজো ভাসে। মনে পড়ে আমিও ভেসেছিলাম কোনো কোনো দিন। চলবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।