আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রয়েড, আধুনিকতা ও উত্তর-ঔপনিবেশিক সন্ত্রাস



আশিষ নন্দী ভাষান্তর : ইকতিজা আহসান আমরা এমন এক বুদ্ধিবৃত্তিক পরিম-লে বসবাস করছি যা কার্যত গড়ে উঠেছে ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের যুক্তি ও বিজ্ঞানের সংমিশ্রণে। খুব বেশিদিন হয়নি ইউরোপীয় এনলাইটেনমেন্ট তার পরিপূর্ণ রূপ পরিগ্রহ করেছে। গণনা করলে দেখা যাবে তিনশত বছরও অতিক্রম হয়নি। ফলে ইউরোপীয় এনলাইটেনমেন্টের মাধ্যমে প্রাপ্ত আমাদের আইডিয়াল সমাজ ও অর্থবহ সামাজিক সমালোচনার যে ধারা, তার বয়সও বেশিদিন নয়। সে যাই হোক, এ কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, আইডিয়াল সমাজ ও সামাজিক সমালোচনার কাক্সিক্ষত রূপটি পৃথিবীর অন্যান্য বিভিন্ন সংঘ সংগঠনেরও আরাধ্য। পৃথিবীর অন্যান্য অঞ্চলের সংঘ সমিতির ভূমিকা ইদানীং কিছুটা গুরুত্ব ও আলাদা মাত্রা পেয়েছে। কারণ খোদ উত্তর আমেরিকা ও ইউরোপ-ই তাদের এনলাইটেনমেন্ট নিয়ে পুনরায় পরীক্ষা-নিরীক্ষায় নেমেছে। প্রকৃতপক্ষে ইউরোপীয় এনলাইটেনমেন্টের জটিলতা সম্পর্কে এই আলাপ- আলোচনা বা গুজব (যাই বলি না কেন) এবং বর্তমান সময়ের বৈশ্বিক সন্ত্রাস অবশ্যই সামগ্রিক বিষয়টাকে কিছুটা হলেও বৈধতা প্রদান করে। ... বাকী অংশ পড়তে http://www.pataton.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।