আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক নাকি সত্যি সত্যি খুলে দেয়া হয়েছে!

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।

ফেসবুক নাকি সত্যি সত্যি খুলে দেয়া হয়েছে! সাত দিন বন্ধ রাখার পর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুক খুলে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান ম্যাঙ্গো টেলিকম সার্ভিসেস-এর ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবীর শনিবার রাতে জানান, "রাত ১১ টা ৩৭ মিনিটে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ আমাকে ফেইসবুক খুলে দেওয়ার নির্দেশনা দেন। রাত ১১ টা ৩৮ মিনিটে সাইটটি খুলে দেওয়া হয়।" তাহলে শেষ পর্যন্ত সরকারের সুমতি হল! অনেক স্বস্তি পেলাম। সকলের ঐক্যবদ্ধ প্রতিবাদের ফলেই এটা সম্ভব হয়েছে। আসুন, সবাই খারাপ কাজের প্রতিবাদ করি সমস্বরে। (সূত্র: (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.