আমাদের কথা খুঁজে নিন

   

মাহমুদুরের মুক্তি চান চট্টগ্রামের বিএনপিপন্থী পেশাজীবিরা

সোমবার সাংবাদিক, চিকিৎসক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, প্রকৌশলি, আইনজীবী ও ব্যবসায়ীসহ ৩০১ জনে নামে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তারা।
বিবৃতিতে তথ্যমন্ত্রীর ‘অসত্য’ বক্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাহার করার দাবি জানান তারা।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, মোস্তফা কামাল পাশা এমপি, বার কাউন্সিল সদস্য কবির চৌধুরী, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি গোলাম মর্তুজা হারুন, খুরশীদ জামিল, শিল্পপতি কামাল উদ্দিন, বিএফইউজের (একাংশ) সাবেক সহ-সভাপতি জাহিদুল করিম কচি, বর্তমান সহ-সভাপতি ইসকান্দর আলী চৌধুরী, সাংবাদিক মুস্তফা নঈম, শামসুল হক হায়দরী, মোহাম্মদ শাহ নেওয়াজ, সালাউদ্দিন রেজা, প্রকৌশলী মো. সেলিম, আবু সুফিয়ান, সেলিম মো. জানে আলম, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ, আ ন ম মুনির চৌধুরী, হায়াত হোসেন, সিদ্দিক আহমদ, হাসান মোহাম্মদ ও শাহ আলম।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.