আমাদের কথা খুঁজে নিন

   

|| আমি শোকাহত নই ||

ডুবি ডুবি, ভেসে উঠি, অঙ্গনে আমার. . .

আমি সমব্যাথি নই, সেটা তোমার কান্না প্রশমনে যথেষ্ট নয়, আমি হতবাক নই, কারন এটা আজ নতুন নয়। আমি প্রতিবাদী নই, কারন কোন মিছিল সিদ্ধান্তে শেষ হ্য়না, আমি জবাব চাই না, কেও তা দিতে প্রস্তুত নয়। আমি প্রার্থনা মগ্ন নই, তাতে পর্যাপ্ত পাপ মোচন হবার নয়, আমি উপকারী নই, কারন মৃতদের কেউ আমার মা নয়। আমি প্রতিঙ্গাবদ্ধ নই, কাল তাই অন্য আগুন জ্বলবে, আমি তার জবাব চাই না, কেও তা দিতে প্রস্তুত নয়। আমি আজ ভীত নই, পুড়ে মরা দেহ কখনও ভয়ংকর নয়, আমি সন্ত্রস্ত নই, কারন এ নগর বহুদিন জীবিত নয়। আমি শোকাহত নই, কারন বিবেক আর মানবিক নয়, আমি তাই জবাব চাই না, কেও তা দিতে প্রস্তুত নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।