আমাদের কথা খুঁজে নিন

   

"দুনিয়াকে তুমি যা দাও, দুনিয়া তা দ্বিগুণ ভাবে তোমাকে ফিরিয়ে দেবে।"

তর্কের খাতির তর্ক নয় আর....
বেশ কয়েকটা ব্লগ নিয়মিত ফলো করি। সামহোয়ার, সচলায়তন। আমি একটু আর্শ্চয হচ্ছি, এই সব ব্লগের সুশীল, এটিম,বিটিম এই সব ব্লগাররা কই? আমারদেশ, চ্যানেলওয়ান, ফেসবুক ব্যান নিয়া কি তাদের কোন চিন্তা আছে? জানতে পারলে ভাল লাগত। গুরু নানক একটা কথা বলেছিলেন, খুব খাটি কথা। "দুনিয়াকে তুমি যা দাও, দুনিয়া তা দ্বিগুণ ভাবে তোমাকে ফিরিয়ে দেবে।

" বিএনপি যা দিয়েছিল, তা সব দ্বিগুণ ভাবে ইতোমধ্যই ফিরে পেয়েছে। আওয়ামী লীগ যখন ফিরে পাবে, তখন তারা সেটা সহ্য করতে পারবে তো? একটা ছোট্ট জোকস মনে পড়লো। কিঞ্চিত অশ্লীল। একবার বিমান র্দুঘটনায় বাংলাদেশের তিন সাবেক প্রেসিডেন্ট আফ্রিকার বনে তশরীফ আনলেন। জান বাচানোর র্শত হিসেবে জঙলী র্সদার তাদের বন থেকে অদ্ভুত জিনিস নিয়ে আসার হুকুম দিলেন।

প্রেসিডেন্ট "র" সুপারি নিয়ে ফিরে এলেন, র্সদারের পছন্দ না হওয়াতে সেটি তার গুহ্যপ্রদেশে প্রবেশ করানো হলো। প্রেসিডেন্ট "র২" পেয়ারা নিয়ে ফিরলেন, এবং তারটিও একই ট্রিটমেন্ট পেল। যখন তাকে ট্রিট করা হচ্ছিল, তখন তিনি হাসছিলেন, "র" সেটি দেখে থ বনে গেলেন। জিজ্ঞেস করার লোভ সামলাতে পারলেন না। "র২" হাসতে হাসতে জানালেন প্রেসিডেন্ট "এ" একটা কাঠাল নিয়ে ফিরে আসছেন।

তথাকথিক এইসব সুশীল ব্লগারদের প্রতিক্রিয়া কেন জানতে ইচ্ছে করছে জানেন? কারন তারা যে সজারু হাতে খুশি মনে ফিরে আসছেন !! সূত্র
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।