আমাদের কথা খুঁজে নিন

   

গুগল আর উইন্ডোজ ব্যবহার করবে না। প্রতিবাদ মাইক্রোসফট এর

সাধারণ মানুষ, কিন্তু এই দেশে সাধারণের দাম নেই
গুগল তাদের অফিস থেকে নিরাপত্তার অজুহাতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ঝেঁটিয়ে বিদায় করার ২৪ ঘণ্টা যেতে না যেতেই আনুষ্ঠানিক প্রতিবাদ জানালো মাইক্রোসফট। তাদের দাবি, অপারেটিং সিস্টেমের নিরাপত্তা বাড়াতে প্রতিদ্বন্দী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তারাই সবচে এগিয়ে। খবর ম্যাশএবল ডটকম-এর। এদিকে সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, উইন্ডোজ ব্লগে প্রকাশিত মাইক্রোসফট কর্মী ব্র্যান্ডন ল্যোব্ল একটি পোস্টে দাবি করেছেন যে, সিসকো’র মতো ইন্ডাস্ট্রি লিডার, তৃতীয়পক্ষের বিভিন্ন কোম্পানি এমনকি খোদ হ্যাকাররাও স্বীকার করেন যে মাইক্রোসফট তাদের বিভিন্ন পণ্যের নিরাপত্তা বাড়াতে অন্যদের চেয়ে ভালো কাজ করছে। উদাহরণ হিসেবে ব্র্যান্ডন উইন্ডোজ সেভেনের প্যারেন্টাল কন্ট্রোল, বিটলকার ডিস্ক এনক্রিপশন, উইন্ডোজ ফায়ারওয়াল ইত্যাদি নতুন কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন।

যেগুলো উইন্ডোজ সেভেনকে আগের যে কোনো সংস্করণের তুলনায় আরো ‘নিরাপদ’ অপারেটিং সিস্টেম করে তোলে। এছাড়াও বিভিন্ন সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট মাইক্রোসফট তাৎক্ষণিক সরবরাহ করে বলেও জানিয়েছেন তিনি, যা অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থাকে সবসময় জোরদার রাখতে সাহায্য করে। তবে এই পোস্টের বিষয়ে টিপ্পনি কেটেছে ম্যাশএবল। তারা খুঁজে বের করেছে পোস্টের কোথাও ব্র্যান্ডন উইন্ডোজ সেভেনকে বাজারের সবচে নিরাপদ অপারেটিং সিস্টেম হিসেবে উল্লেখ করেননি। কারণ হিসেবে ম্যাশএবল বলেছে, অপারেটিং সিস্টেমের বাজারে ম্যাক বা অন্য যেকোনো ওএস-এর তুলনায় উইন্ডোজ বেশিবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যায় ঠোক্কর খেয়েছে।

আর হ্যাকাররাও ‘কী কারণে যেনো’ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কম্পিউটারেই বেশি আক্রমণ করে থাকে! এর কারণ উইন্ডোজ-এর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়া নাকি বাজারে সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম হওয়ায়, এ প্রশ্নের উত্তর দেয়া কঠিন বলেই মন্তব্য করেছে ম্যাশএবল। সুত্র - বিডিনিউজ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.