আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক শিগগির খুলছে না

ভালো হতে চাই

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক শিগগিরই খুলছে না। একাধিক সূত্র জানিয়েছে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেসবুকের বিষয়ে বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপত্তিকর লিংকগুলো বন্ধ করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা এখনো কোনো জবাব দেয়নি। লিংকগুলো বন্ধ না হলে ফেসবুক খুলে দেওয়া হবে না বলে বিটিআরসির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।

তবে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ সাংবাদিকদের জানান, ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে সজাগ থেকে ফেসবুকের নিরাপদ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে সরকার ফেসবুক খুলে দেবে। তবে কবে খুলে দেওয়া হবে, সেটা তিনি বলতে পারেননি। বিটিআরসির চেয়ারম্যান বলেন, এরই মধ্যে ফেসবুক কর্তৃপক্ষ ধর্মীয়ভাবে স্পর্শকাতর দুটি ফ্যান পেইজ ও একটি অ্যাকাউন্ট সরিয়ে নিতে রাজি হয়েছে। আরেকটি অ্যাকাউন্টও সরিয়ে নিতে রাজি হয়েছে বলে তিনি জানিয়েছেন। সরকারের পরামর্শে গত শনিবার সন্ধ্যা থেকে বাংলাদেশে ফেসবুক বন্ধ করার নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.