আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিটি এলাকায় ফায়ার সার্ভিসের বছরে একটি হলে ড্রিল প্রশিক্ষন করা উচিত

আমি ব্লগ লেখার চাইতে ব্লগ পড়তে ভাল বাসি।

কাল সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে যখন ঘরে ঢুকি তখন টিভি দেখার আবস্থা ছিল না। তাই বাসায় এসেই ঘুমিয়ে পরি। কিন্তু সকালে উঠে যে ঘটনা শুনলাম তাতে আমার গায়ে কাটা দিয়ে উঠল। পুরোন ঢাকার ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় দেড়শত মানুষের মৃত্যু।

মৃত্যু আমাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ। আমাদের সংবাদের উপাদেয় উপকরন। কিন্তু একত্রে ১৫০ মানুষের মৃত্যু তাও আবার রাজধানীর বুকে!! হয়ত বা দুর্ঘটনা ঘটতেই পারে, একে অস্বিকার করার উপায় নেই। কিন্তু এধরনের দুর্ঘটনা আমি দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনা। তবে এটি অনায়াসে বলা যায় এতগুলো মৃত্যুর জন্য খালি দুর্ঘটনাকে দায়ি করলে চলবে না।

আমাদের নিজেদের কেও দায়ী করতে হবে। আমরা কোন দুর্ঘটনা হলে উতসাহের কারনে ফায়ার সার্ভিস কে সহায়তার বদলে রাস্তা আটকিয়ে তাদের বাধা দেই। আমাদের ফায়ার সার্ভিসকে উন্নত করার কোন প্রয়জন মনে করিনা। তাদের ঠিক মত প্রশিক্ষন দেই না। আমি মনে করি প্রতিটি এলাকায় বৎসরে আন্তত একবার হলে আগ্নি নির্বাপনের প্রশিক্ষন করা উচৎ।

আজ যেই ঘটনাটি ঘটল আমাদের ফায়ার সার্ভিস যদি পুর্বে ঐ এলাকায় ড্রিল প্রশিক্ষন করত তাহলে হয়ত এই মৃত্যুকে অর্ধেকে নামিয়ে আসা যেত। কননা তাদের সব কিছু তখন পরিচিত থাকত। অগ্নি নির্বাপন তাদের জন্য অনেক সহজ হয়ে যেত। (দুই দিন বাসায় ছিলাম না বলে কমেন্টের কোন উত্তর দিতে পারিনি বলে দুঃক্ষিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.