আমাদের কথা খুঁজে নিন

   

মাথা ব্যাথা হলে কেটে ফেলাই কি তার সমাধান?

সৃষ্টির রহস্য খুজছি

বন্ধ করে দেয়া হল আমার দেশ পত্রিকা, গ্রেপ্তার করা হয়েছে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদককে। চ্যানেল ওয়ান বন্ধের পর বিএনপি সমর্থিত পত্রিকাটি বন্ধের পর স্বভাবতই জনমনে প্রশ্ন উঠবে, সরকার কি তহলে বিরোধীদল সমর্থিত মিডিয়াকে বন্ধ করে দিতে চাইছে? কোন দল কোন মিডিয়া সমর্থন করে সে যায়গায় আমি কিছু বলছি না। গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের একজন ছাত্র হিসেবে সকালবেলা বিবিসিতে সংবাদটি শোনার পর বিষয়টি আমাকে ধাক্কা দিয়েছে। গণতান্ত্রিক দেশে মত প্রকাশের সর্বোচ্চ মাধ্যমের স্বাধীনাকে খর্ব করা হল এর মাধ্যমে। আমার দেশ পত্রিকাটির কিছু অনিয়মের কথা আমরা শুনেছি।

সরকার চাইলে তার বিরুদ্ধে আরো নানা ভাবে পদক্ষেপ নিতে পারতেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল আছে। সংবাদপত্রের নীতিমালা নিয়ে কাজ করে এমন অনেক সরকারী, বেসরকারী সংস্থা আছে। এদের মাধ্যমে সরকার নানধরণের পদক্ষেপ নিতে পারতেন। কিন্তু তা না নিয়ে মামলা করার একদিনেই কেনই বা পত্রিকাটি বন্ধ করে দেয়া হল তা বুঝতে পারবে ‍অনেকেই, কিন্তু বলবে না সবাই।

সবচাইতে বড় কথা পত্রিকাটি কাজ করেন হাজারের উপর সংবাদিক, কলাকৌশুলী। পত্রিকাটি বন্ধ হয়ে যাবার পর এরা পেশাগত ঝুঁকিতে পরবেন। চাকরি হারানোর একটা শংকা তৈরি হবে। এদের রুটি-রুজি নিয়ে ভাবতে হবে। এইসব সংবাদিকরা অন্যকোন মিডিয়ায় খুব সহজে কাজ পাবেনা অন্তত এই আমলে।

কারণ আমাদের দেশের মানুষ ভেবেই নেন আমারদেশ বা বিএনপি মনা কোন গণমাধ্যমে যদি কেউ কাজ করে তাবে সে বিএনপি মনা, আর আওয়ামী ধারার কোন মাধ্যমে কাজ করলে সে আওয়ামী মনা। আমাদের দেশে সংবাদিকতার ক্ষেত্রে এটি একটি প্রতিবন্ধিকতা। যা হোক এত বড় কথা বলা হয়ত আমার ঠিক না। তবুও বিষয়টি নিয়ে পড়াশুনা করছি, কাজ করছি এবং ভবিষ্যতেও থাকার ইচ্ছা আছে। তাই এক্ষেত্রে কোন হস্তক্ষেপ আমাকে ভাবিয়ে তোলে।

আমরা গণততেন্ত্রর কথা বলি, মতাপ্রকাশের অবাধ স্বাধীনতার কথা বলি। ঠিক এই প্রেক্ষাপটে কোন একটি গণমাধ্যমকে বন্ধ করে দেয়া কতটা যৌক্তিক? মাথা ব্যাথা হলে নিশ্চয় মাথা কেটে ফেলাটাই সমাধান নয়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.