আমাদের কথা খুঁজে নিন

   

হাত নিয়ে হাতাহাতি করার লোক অনেক কিন্তু মাথা নিয়ে মাথা ঘামানোর লোক কম থাকে



হাতের ব্যবহার সামনে থেকে অনেক বেশি কিন্তু হাত যে চলে মাথার নির্দেশ অনুসারী তা অনেক সময়ই খেলায় করিনা আমরা। হাত বা পা একুট কেটে ফেটে ছিলে ছুলে গেলে যতটা হৈ চৈ যতটা দেখা যায়, ততোটা উচ্চবাচ্য দেখিনা শিশুর শৈশব হারালে, কিশোরের কৈশর নষ্ট হলে, তারুন্যের উদ্দীপনা আর সতেজতা ফুরিয়ে গেলে কিংবা বৃদ্ধ-বৃদ্ধার শেষ দিনগুলোতে পরিবার পরিজন নিয়ে ভালাবাসা -স্নেহ মায়ামমতার অনুপস্থিত থাকলে। মানসিক গড়ণ তৈরীর চেষ্টা আমাদের কাছে গুরুত্ব পায় না কারণ দুরের বিষয়। ব্যক্তির ক্ষেত্রে এই উদাহরণের সঙ্গে দেশের তেল গ্যাস রক্ষার আন্দোলন অনেকটা মিলে যায়। কারণ আমরা একটু দুরের বিষয়‌‍‍ অথ্যাৎ জ্বালানী নিরাপত্তা নিয়ে মাথা ঘামাচ্ছি না, গ্যাস কতটুক আছে কতদিন তার ব্যবহার থাকবে এবং বিদেশী কোম্পানীগুলোর হাতে চলে যাওয়ায় কি ক্ষতি হবে এত্তসব হয়তো শাসক গোষ্টির মাথায় নেই। কারণ তাদের দরকার কমিশন......কারণ কমিশনের মোটা অংক না পেলে পেটপুজা হবে না। এসব তথাকথিতক গণতান্ত্রিক রাজনীতিবিদদের কথা না হয় বাদ দিলাম দেশের বুদ্ধিজীবী, শিক্ষিত কোট টাই পড়া মানুষ জনদের ও ভাবনা নাই কেন? তারা তো দু কলম যা পড়েছে তা তাতে বোঝার কথা গ্যাস-তেল দেশের জন্য কত প্রয়োজন। আইলার পরে আড়াই দিন গ্যাসের সংকটের সময় ঢাকা বাসী টের পেয়েছিল গ্যাস কি এবং কতটা দরকারী...........ভাই বসে বসে ভাইবেন না যে গ্যাস তেল না থাকলে শুধুই বামপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে.......আসুন তেল গ্যাস রক্ষায় সোচ্চার হই আমরা.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।