আমাদের কথা খুঁজে নিন

   

বি পজিটিভ

জনৈক দ্রোহীর ব্লগ

একজন মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ বি-পজিটিভ। আমি আবার বলছি, রক্তের গ্রুপ বি-পজিটিভ। কেউ কি আছেন, যিনি আমার ডাকে সাড়া দেবেন? মাফ করবেন, আমার পরিচয় দেয়া হয় নি। আমি এই রোগীর সন্তান।

রোগী আমার মা। জন্মলগ্নে অনেক কষ্ট পেয়েছেন আমার মা। রক্তস্বল্পতায় সেদিন তিনি চলে গিয়েছিলেন মৃত্যুর মুখোমুখি। শুনেছি, সেদিন নাকি তাঁর বাবা কাতর হয়ে সাহায্য চেয়েছিলেন মানুষের কাছে। শুনেছি, সেদিন তাঁর ডাকে সাড়া দিয়ে নাকি স্বেচ্ছায় রক্তদান করেছিল ত্রিশ লক্ষ মানুষ।

শুনেছি, তারা নাকি মায়ের জীবনের জন্য ঢেলে দিয়েছিল দেহের শেষ রক্তবিন্দুটিও। আমার প্রিয় মা আছেন। বেঁচে আছেন, আধমরা হয়ে। মরণব্যাধি বাসা বেঁধেছে তাঁর দেহে, শিরায় শিরায় তাঁর সংসার গড়েছে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ নামের ভাইরাস! সেই ভাইরাসের আক্রমণে মা আমার তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন। তাঁর বাবা? তিনি তো সেই কবেই গেছেন চলে।

আজ সেই ত্রিশ লক্ষ রক্তদাতাও নেই। কিন্তু আছে চৌদ্দ কোটি মানুষ। তাদের অনেকেরই রক্তের গ্রুপ বি পজিটিভ। কিন্তু লাভ কী তাতে? তারা তো রক্ত দিতে চায় না। তাদের সেই সাহস নেই।

যাঁরা আজ ভুগছেন সাহস-স্বল্পতায়, তাদের উদ্দেশে বলছি, আমার এই মা তো তাঁর সর্বস্ব বিলিয়ে দিয়েছেন আপনাদেরই জন্যে। মমতার রস নিংড়ে দিয়েছেন আপনাদেরকে, নিজের সন্তান ভেবে। এই সেই মমতার দান? জানি, মমতা কখনো প্রতিদান চায় না; কিন্তু প্রিয় এই মানুষটির আকুতিকে দূরে ঠেলে দিতে আপনার একটুও বুক কাঁপে না? যদি না কাঁপে, তবে একটি কথা নিশ্চয়ই জানবেন, আপনার সেই ত্রিশ লক্ষ পূর্বপুরুষ আপনাকে কখনোই ক্ষমা করবে না! তাই অনুরোধ, একটু সাহস সঞ্চয় করুন! একবার সামনে এগিয়ে আসুন! সময় খুব কম, জরুরি ভিত্তিতে রক্ত লাগবে। অনেক, অনেক রক্ত। একদম নির্ভেজাল, জীবাণুমুক্ত রক্ত।

রক্তের গ্রুপ বি-পজিটিভ। আমি আবার বলছি, রক্তের গ্রুপ বি-পজিটিভ। অনুগ্রহ করে যোগাযোগ করুন- ওয়ার্ড নং ৭১, বহির্বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।