আমাদের কথা খুঁজে নিন

   

আশুলিয়ায় ফের বিক্ষোভ-ভাংচুর

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে মেডলার অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে এসে ছুটির নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে উঠে এবং ঢাকা-আরিচা মহাসড়কে এসে কয়েকটি গাড়ি ভাংচুর করে।
পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান তিনি।
শ্রমিকরা বলছেন, পুলিশ তাদের সরাতে কাঁদানে গ্যাসের শেলও ছোড়ে। পুলিশের পিটুনিতে অন্তত ৩০ শ্রমিক আহত হন।
এ ঘটনার পর কারখানায় তালা ঝুলিয়ে দেয়া হয়। এ ব্যাপারে কথা বলার জন্য মেডলার অ্যাপারেলস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
বেতন-ভাতা বৃদ্ধি, সম্প্রতি শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা তিন দিনের হাজিরা দাবি এবং ‘বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শ্রমিকদের মারধরের’ প্রতিবাদে ওই এলাকার হা-মীম গ্রুপের কারখানার শ্রমিকরা সোমবারও বিক্ষোভ করে। মেডলার অ্যাপারেলসের শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়।
পরে দুটি কারখানায়ই সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.