আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে হাটতে হাটতে মুহিব খানের কিছু কবিতা পেলাম। পড়ে ভাল লাগবেই।

লালসা-প্রেম মিলেমিশে একাকার, চোখের সামনে খোলা নরকের দ্বার... উত্তর দিন : যে প্রজাতন্ত্রে মুসলিম হল ৯০ ভাগ প্রজা , তাকে সেকুলার বলে পরিচয় দিতে লাগে কেন এত মজা ? কেন ? কেন ? কেন ? কেন ভার্সিটি আর কলেজগুলোতে অস্ত্র গুদাম রেখে , কেন সরকার কাঁপে মাদ্রাসা পড়া মাওলানাদের দেখে ? কেন ? কেন ? কেন ? কেন মৌলবাদের অপবাদ নিয়ে বাঁচবে মুসলমান ? কেন সন্ত্রাস নামে অভিহিত হবে জিহাদের আহবান ? কেন ? কেন ? কেন ? যদি এ দেশে চলে পুঁজিবাদ আর কমিউনিজম প্রীতি , তবে তাহাদের কেন এত বিষ লাগে ধর্মীয় রাজনীতি ? যদি এদেশে মেটে দিল্লি , মস্কো , ওয়াশিংটনের স্বাদ , তবে মক্কার জ্যোতি মুহাম্মদের (স ইসলাম কেন বাদ ? কেন ? কেন ? কেন ? .......................................................................... ......................................................................... এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন দিতে খুন তৈরী মুসলমান আছে লক্ষ কোটি গুণ এদেশের রক্তে ভেজা মাটি জেনো ইসলামের ঘাঁটি এজাতির মুক্ত স্বাধীন প্রাণ এখনো তরতাজা খাঁটি ষোল কোটি বুকে ঈমান যেন বারুদের কাঠি জিহাদের ঘর্ষণে দাও দাও করে জ্বলবে আগুন! .............................................................................. ............................................................................... ভয় পেয়ো না বন্ধু আমার কদম বাড়াও আগে রক্ত সাগর ঢেলেই তবে মুসলিমেরা জাগে... অন্ধকারের গন্ধ পেয়েই মন ভেঙে যায় যদি কেমন করে পেরিয়ে যাবে পাহাড় সাগর নদী তখতো ভাঙার জন্য অনেক রক্ত দেয়া লাগে.. রক্ত সাগর ঢেলেই তবে মুসলিমেরা জাগে... ........................................................................... .......................................................................... আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে, অবাক হবো না বিএনপি যদি নৌকায় সীল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গনতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা-চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি; ক্লাইভের সাথে হতে পারে ফের মীরজাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহকপাট বন্দি; এই পীরদের মাটি বীরদের ঘাঁটি শহীদের বাংলায় জনতার ভোটে কি বা ভোট লূটে যেই যাক ক্ষমতায়, নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়...। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই; আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবেই... সবকিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবেই... ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই...। ................................................................. ............................................................... বাধাঁ ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান যেখানেই আছে একটি মুমিন সেখানেই হবে আযান। আল্লাহর দেয়া ফরমান সে তো আমাদের কুরাআন মুসলিম মোরা মানুষের গড়া মানিনা সংবিধান। আমাদের মাঝে যদিওবা আছে সহস্ড় কাঁটাতার একি তাকবীরে জেগে উঠি মোরা আল্লাহু আকবার।

দেরশত কুটি মুমিনের দিল মিলে মিশে একাকার। বাধাঁ নয় কোন সৈন্যবাহিনী, রাষ্ট্র বা সরকার। ..................................................................... ..................................................................... দিকে দিকে ইসলাম জাগবে মুহিব খান গাটলি মাথায়, পূটলি হাতে ডেগ, পাতিল আর ডেগচি সাথে কাতার ধরে পথের ধারে যাচ্ছে ক’জন যিকির করে। শহর কিবা গ্রামের মানুষ গরীব, ধনী নেই কোন দোষ শিক্ষিত বা মুর্খ সবে এক কাতারেই চলতে হবে। এই হলো ভাই তাদের নিয়ম খাচ্ছেনা কেউ অধিক বা কম।

সবাই খাবে এক বাসনে উদার মনে সরল প্রাণে। মসজিদে মসজিদে হয় তারা মেহমান থালা,বাটি, কম্বল লয়ে। শীত কিবা গরমে, অসুবিধা চরমে খুশি মনে নেবে তারা সয়ে। পথে পথে হেটে যায়, সারাদিন কেটে যায় মানুষের পিঠে হাত বুলিয়ে। ঈমানের কথা বলে, মেহনতে কৌশলে দুনিয়ার নেশা দেয় ভুলিয়ে।

সুমধুর বয়ানে, হ্রদয়ে বয়ে আনে সততা, আদর্শের শিক্ষা । সত্যের পরিচয় হয় তাতে বিনিময় প্রাণে প্রাণে ঈমানের দীক্ষা। তুরাগ পারের ইজতেমায় লক্ষ্য মানুষ হাত উঠায়। চোখের পানি যায় ঝরে মহান প্রভুর দরবারে। সংগোপনে কাটতে শির বদ দ্বীনী আর গোমরাহীর।

যায় ছড়িয়ে বিশ্বময় লক্ষ তাদের বিশ্বজয়। শহর নগর বন্দরে ময়দানে আর অন্দরে । হক্বের দাওয়াত দেয় তারা পথ খুঁজে পায় পথ হারা। রাশিয়া, চীন,জাপান, ফ্রান্স, হিন্দুস্তান আমেরিকা, বৃটেনের শিকড়ে। চেয়ে দেখি হতবাক দ্বীন ঈমানের ডাক চুপি চুপি ডুকে যায় কি করে? এভাবেই একদিন বাতিল হবে বিলিন হক্বের গাইবে গান সকলে।

যত হোক আধুনিক, আসবে দুনিয়া ঠিক দাড়ি টুপি-ওয়ালাদের দখলে। আইফেল টাওয়ারটা ভেংগে যাবে একদিন হোয়াইট হাউসের ভিত কাঁপবে। বাকিংহামের দ্বার হবে আল্লাহর দিকে দিকে ইসলাম জাগবে। কাব্যগ্রন্থ: লাল সাগরের ঢেউ -মুহিব খান। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৭ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.