আমাদের কথা খুঁজে নিন

   

গালাগালি দিবোটা কাকে? সামু কে নাকি জিপি নেট কে?

নিত্য খুজে বেড়াই আমি আমাকে - পৃথিবীর আর প্রতিটি মানুষের মাঝে.........

আসলে সমস্যাটা কি ? সমস্যাটা কি জিপি নেটের নাকি সামুর ? নাকি আমার কপালের ? প্রথমে ভাবছিলাম সমস্যাটা সামুর । কারণ কয়েকদিন ধরে শুনছি সামুর দশা নাকি ফেইসবুকের মতোই হবে । কিন্তু সামুর নোটিশ বোর্ড বলে ভিন্ন কথা । নোটিশবোর্ড তো পুরা দোষটাই জিপি নেটের উপর চাপিয়ে দিচ্ছে । তাই আর সামুকে দোষ দেই কিভাবে ? সমস্যাটা আসলে মনে হয় জিপি নেটেরই ।

ওহ সরি । বকবক করতে করতে সমস্যাটার কথাই তো বলতেই ভুলে যাচ্ছি । আজকে পিসি থেকে সারাটাদিন ট্রাই করে মনে হয় সর্বসাকুল্যে ৪/৫ বার সামু ব্লগে ঢুকতে পারছি । সমস্যাটা শুধু আজকের না । প্রায় সপ্তাহঅবধিই এমনটা হচ্ছে ।

এই মুহূর্তেও হচ্ছে । মোবাইলে বসে তাই ব্লগ লিখছি । আচ্ছা কথা আমার সেইটা না । কথা হলো সমস্যাটা যদি জিপি নেটেরই হয়ে থাকে তাহলে তো অন্য সাইট গুলাতে ঢুকতে গেলেও একই প্রবলেম হওয়ার কথা । দুনিয়ার সব সাইটে ঢুকতে পারছি আর যতো সমস্যা এই সামু ব্লগে ঢুকতে গেলে ।

তাহলে এখানে আমি জিপি নেটের দোষ দেই কীভাবে? তবে এটাও জানি এই মুহূর্তে হয়তো অনেকেই জিপি নেট দিয়ে এই সামু ব্লগেই ইজিলি ঢুকতে পারছেন । তারা হয়তো সামু ব্লগ বা জিপি নেট কাউকেই দোষ দিবেননা । তাহলে আমার সমস্যাটা কি? আমি কেন পিসিতে জিপি নেট দিয়ে সামুতে ঢুকতে পারছি না? সমস্যাটা কি তাহলে আমার কপালের? হ্যা আসলেই । সমস্যাটা আমার কপালেরই ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।