আমাদের কথা খুঁজে নিন

   

রক উইথ রবিন্দ্রনাথ আপনার মতামত জানতে চাই।

আমি একটা কান্ড জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত, আনস্মার্ট, আনকালচার্ড, অভদ্র, বোকা, বলদ, গাধা, আহাম্মক, বদের হাড্ডি।
শ্রোতা হিসেবে আমিতো আমার মতামত দিতেই পারি তাইনা ? এই এ্যালবামটা আপলোড করার কোন রকম ইচ্ছা আমার ছিলো না। মূর্ছনার অনেক পুরাতন একজন ইউজার যার সাথে আমার মেইলে কথা হয়। উনি অনুরোধ করায় এই এ্যালবামটি আমি আপলোড করেছি। আসলে নিয়মিত যারা রবিন্দ্রসঙ্গীত শুনেন তাদের কাছে এই গানগুলো কতটা খারাপ বা ভালো হয়েছে শুনলেই বুঝতে পারবেন।

রবিন্দ্রসঙ্গীত গাইতে হলে সাধনার দরকার আছে। সুরের জ্ঞান থাকাটা জরুরী তার থেকে ও বেশি দরকার শুদ্ধ উচ্চারন। এই এ্যালবামে যারা গান গেয়েছেন সবারই কন্ঠ ভালো। একটি জাতির সংস্কৃতির অনেকটা অংশ জুড়ে থাকে তার সঙ্গীত। আর সেই সঙ্গীত নিয়ে যদি ফিউশন, রিমেইক, রিমিক্স করে তহলে সাময়িক হয়তো কিছু কিছু মানুষ আপনাদের করা গান শুনবে।

কিছুদিন পরে এই সব গান ছুড়ে ফেলে দিয়ে আবার নতুন কোন গান শুনবে এই সব শ্রোতারা। রবিন্দ্রসঙ্গীতকে যারা ভালোবাসেন তারা সব সময় সেই রবিন্দ্রসঙ্গীতই শুনবেন। ফিউশন, রিমেইক, রিমিক্স বেশিদিন টিকে থাকেনা থাকবেও না। গান গুলো চাইলে ডাউনলোড করে শুনতে পারেন। প্রত্যেকটা গান আলাদা আলাদা করে মিডিয়াফিরে.কমে আপলোড করা হয়েছে।

গান শুনে কেমন লাগলো মন্তব্য দিলে খুশি হবো। ডাউনলোড লিংক রক উইথ রবিন্দ্রনাথ।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।