আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার মার্কেট কাহিনী



শেয়ার মার্কেটে নতুন নেমে কঠিন ধরা খাওয়া অবস্থায় আছি। এখন অবস্থা হয়েছে এমন যে আমি পুরা ঠান্ডা। চুপ করে শুধু মার্কেটের শেয়ারের দাম ওঠা নামা দেখছি। শেয়ার মার্কেটে নেমে প্রথমদিকে প্রচুর লাফালাফি করেছি আর এখন, এহেম....এহেম। বাংলাদেশের শেয়ার মার্কেটের উপর কোন ফোরাম পেলামনা।

অনেক খুজছি, পাই নি। এইটাবা কিভাবে সম্ভব? ফোরাম থাকবেনা! শেষে যেটা বুঝলাম হয় আমি ইন্টারনেটে সার্চ পারিনা অথবা আসলেই শেয়ার মার্কেটের উপরে কোনো ফোরাম নাই। অবশ্যই আমি সার্চ পারি!! শেয়ারের দাম দেখতে গিয়ে আরেক যন্ত্রনা। ডিএসইর সাইটে দাম ওঠা-নামা করে যে বারটি আছে, সেটার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যাথা হয়ে যায়। এমনিতেই চোখ বলতে গেলে আমার নাই, চশমা ছাড়া কিছুই দেখিনা (এইটা নিয়ে অনেক দুঃখে আছি, ইয়ে মানে বিয়ে শাদীর পরে... :- ), শেয়ারের দামের দৌড়াদৌড়ি দেখে অবস্থা আরো কাহিল।

তাই দিলাম আবার ইন্টারনেটে সার্চ, দামের ওঠা-নামা একসাথে মনিটর করা যায় এমন কোন সফ্টওয়ার আছে কিনা, সেই খোজে। রেজাল্ট অনুমান করতে পারেন। তবে অবশ্যই আমি সার্চ পারি। এই সফ্টওয়্যারের ব্যাপারে কেউ আমাকে হেল্প করেন প্লিজ! আরেক্টু বিস্তারিত করি। যেমন ধরেন, আমি এমন একটা সফ্টওয়ার এর খোজ চাচ্ছি, যেখানে আমি কোন কম্পানির শেয়ার এর কেনা দাম ইনপুট করতে পারবো, সফ্টওয়ারটা ইন্টারনেট এর সাথে কানেক্টেড থাকবে এবং চার-পাচ সেকেন্ড পরপর আপডেট হবে।

আপডেটে সফ্টওয়ারটা আমাকে দেখাবে বর্তমানে আমার কেনা কম্পানিটির শেয়ারের বর্তমান দাম কত, এটা কত টাকা লাভে আছে বা লোকসানে আছে এবং কত পারসেন্ট লাভে এবং লোকসানে আছে। এভাবে আমি যদি আমার কেনা ১০-১২ টা কম্পানির পরিবর্তন একসাথে দেখতে পাই, তাহলে আমাকে আর ডিএসই সাইটএর বিরক্তিকর শেয়ার আপডেট বারের দিকে তাকিয়ে থাকতে হবেনা আর আন্ধাও হওয়া লাগবেনা। যদি এমন কোন সফ্টওয়্যার না থাকে, কোন একজন এটা বানিয়ে গিফ্ট করবেন প্লিজ? থ্যাঙ্কু।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.