আমাদের কথা খুঁজে নিন

   

নোটপ্যাড++ এ বাংলা লিখুন (১ মিনিটেই শিখুন)



আপনারা যারা নতুন ওয়েব ডেভেলপার হতে যাচ্ছেন তাদের কে বলছি। শুধু ইংরেজি ওয়েব সাইট বানালেই হবে না, প্রয়োজনে আমাদের দেশের জন্য তথা বাংলা ভাষায় ও করতে হবে। আর তখন আপনাকে কিছু কিছু ব্যপারে নোটপ্যাডে বাংলাতে লিখতে হতে পারে। কিন্তু যদি পদ্ধতিটা আপনার জানা না থাকে তাহলে কিছুটা হলেও ঘাবড়ে যেতে পারেন। তাই আপনার জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা।

(আজই শিখলাম, তাই আপনিও শিখে ফেলুন। ) ভুমিকা না বারিয়ে সরাসরি কাজের কথা বলি।
প্রথমে নোটপ্যাড++ সফটওয়্যার টি ওপেন করুন। এবার উপরের মেনু বার এ একবার চোখ রাখুন। দেখুন Encoding মেনু লেখা আছে।

(নিচের ছবিটায় দেখুন)

এবার দেখুন এখানে ডিফল্ট ভাবে Encoding UTF-8 without BOM লেখাতে মার্ক করা আছে (আপনাদের আছে কিনা জানি না। তবে আমার ছিল। )। এবার আপনার কাজ হবে এটাকে পরিবর্তন করে Encoding UTF-8 without BOM লাইনটির থিক নিচের লাইনে লিখা আছে Encoding UTF-8 এটাতে মার্ক করুন। (নিচের ছবিটায় দেখুন)

এবার চেষ্টা করে দেখুন।

আপনি বাংলাতে লিখতে পারবেন। পারছেন কি? যদি পারেন তো কমেন্ট করে জানান আমাকে।
মজার ব্যাপার হচ্ছেঃ আপনি অভ্র দিয়েই লিখতে পারবেন।
আমি মহাম্মদ দেলোয়ার হোসাইন বাপ্পি। নিজে টুকটাক জানতে চেষ্টা করছি কারণ আমি জানি জানার কোন শেষ নাই।

আর চেষ্টা করি সবার মাঝে তা ছড়িয়ে দিতে। দোয়া করবেন আমার জন্য। আশা করি আপনারাও সফলতা পাবেন এখানে। কাজ করবেন, আয় করবে ইচ্ছে মত, দেশে আনবেন বৈদেশিক মুদ্রা। ইনশাল্লাহ এভাবেই এগিয়ে যাব আমরা সাথে আমাদের প্রিয় বাংলাদেশ।


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.