আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক চ্যাট করুন nimbuzz এ

মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!

প্রথমেই বলে দেই আমার এ পোস্টটি হচ্ছে ফেসবুক চ্যাট পাগলদের জন্য। মনটা খারাপ। কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। সাথে সাথে ৫/৭টা গার্লফ্যান্ডদের মিস করছেন খুব। হ্যা আপনারা ইচ্ছে করলে এখন ফেসবুকে চ্যাট করতে পারেন।

আর এ কাজটি করতে পারেন Nimbuzz এর সাহায্যে। আপনি যদি মনে করেন যে, কম্পিউটার থেকে ফেসবুকসহ অন্যান্য চ্যাটগ্রুপ সাথে চ্যাট করবেন অথবা মোবাইল থেকে চ্যাট করবেন। তাও করতে পারেন। Nimbuzz এ উইন্ডোজ এবং জাভা উভয়ের জন্য সফট্ওয়্যার ও এপ্লিকেশন রয়েছে। যা কিনা আপনি ডাউনলোড করেও করতে পারেন।

আর যদি মনে করেন যে, কম্পিউটারের জন্য সফটওয়্যার আলাদা ভাবে ডাউনলোড করা আরেক ঝামেলা। তাহলে সরাসরি এর ওয়েব সাইট থেকে চ্যাট করতে পারেন। শুধুমাত্র আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি মোবাইল থেকে করতে চান, তাহলে অবশ্যই আপনাকে থেকে মোবাইল এপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এর আরো কিছু সুবিধা হলো এ প্রোভাইডার থেকে আপনি Yahoo, Skypee, Facebook, Google এর চ্যাটিং এবং ভযেস সার্ভিস এক্টিভ রাখতে পারবেন।

সরাসরি কল দিতে পারেন পৃথিবীর যে কোন কম্পিউটারে। ফলে আপনি মোবাইল থেকেই সরাসরি ফোন দিতে অন্যের কম্পিউটারে। এতে রয়েছে নিজস্ব চ্যাটরুম, গুগল ম্যাপ, ফটো আদান-প্রদান, ভয়েস ম্যাসেজ আরো অনেক সুবিধা। সফটওয়্যার/ এপ্লিকেশন ডাউনলোড বা বিস্তারিত জানতে এন্টার করুন এ ঠিকানায় : http://www.nimbuzz.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.