আমাদের কথা খুঁজে নিন

   

এ সময়ে বাংলাদেশঃ আম জনতার নজরে

sadhincheta@ymail.com

অনেক আশার আলো জালিয়ে, অনেক প্রতিশ্রুতি দিয়ে আর দিন বদলের স্লোগানে ক্ষমতায় আসে বর্তমান সরকার। নতুন প্রজন্ম আর সমগ্র বাংলাদেশের জনতা তখন অন্য এক বাংলাদেশ এর স্বপ্ন দেখছিল। কিন্তু সরকারের এক বছর পেরিয়ে যাবার পর দেশে যা ঘটছে তাই কি ছিল সেই স্বপ্ন। আমার মত তরুণরা বোধয় স্বপ্ন ভঙ্গের অতিষ্ট অভিঞ্জতার মুখমুখি। দেশের সমস্যা আর সম্ভাবনার সাথে সরকারের পদক্ষেপের কোন মিল দেখিনা আমরা সাধারন মানুষেরা।

যে সকল প্রতিশ্রুতি দিয়ে সরকের ক্ষমতায় এসেছে সেগুলোর বাস্তবায়নে নেই পদক্ষেপ । সরকারের কার্যক্রম দেখে মনে হচ্ছে আগামীতে ক্ষমতা পাকা করার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করা আর প্রতিবেশী রাষ্ট্রটির দালালীর পথ বেছে নিয়েছে। বর্তমানে যা ঘটতে দেখছিঃ (১)টিপাইমুখ বাঁধ নিয়ে এগুচ্ছে ভারত। সীমান্তে ভারতের প্রতিদিনের আগ্রাসন। (২)আইলা দূর্গত এলাকায় সংস্কার কাজে ব্যাপক দূর্নীতি।

নতুন করে বাঁধ ভেঙে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। পুনর্বাসন কাজ সফল হয় নি। (৩)বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থিত ছাত্র সংগঠনের সন্ত্রাসী কার্যক্রম লাগাতার চলছে। ভীত সন্ত্রস্ত সাধারণ ছাত্র ও অভিভাবকরা। (৪)টেন্ডারবাজি করে একটি মহল হাতিয়ে নিচ্ছে দেশের কোটি কোটি টাকা।

টেন্ডারবাজিকে কেন্দ্র করে বৃদ্ধি পাচ্ছে সন্ত্রাস। (৫)শ্রমবাজার সহ দেশের সকল ধরনের রপ্তানী শিল্পে ধস। ব্যাবসা পরিবেশের সকল সূচকে পিছিয়াছে বাংলাদেশ। (৬)উৎকোচ আর দূর্নীতির রোগ সকল ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। সরকের মনযোগ যে দিকে দেখছিঃ (১)যুদ্ধাপরাধীদের বিচার।

(২)ভারতের সাথে সম্পাদিত চুক্তি বাস্তবায়ন। (ভারতের সকল চাওয়া পাওয়া পূরণ যেন সরকারের প্রধান কাজ হয়ে দাঁড়িয়াছে)। (৩)বিনা টেন্ডারে (জরুরি অবস্থার নামে)ভাড়া ভিত্তিক (ঊচ্চ মূল্যে) পাওয়ার প্ল্যান্ট অনুমদন। (৪)ধর পাকর আর মামলা দিয়ে বিরোধী দলকে দমনের চেষ্টা। (৫)প্রশাসনে এবং বিশ্ববিদ্যালয় গুলোতে নিজেদের লোক ঢুকিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা।

এ সকল বিষয় যখন প্রতিদিন নজরে আসে তখন একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হওয়াটা স্বাভাবিক নয় কি যে, বর্তমান সরকার সেই পুরনো দমন পীড়ণ নির্যাতন ক্ষমতা দখল করে তা অপব্যাবহারের দিকেই এগিয়ে যাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।