আমাদের কথা খুঁজে নিন

   

অবসর সময়ে .............।


অবসর সময়ে আপনি কি করেন? অবসর কিছু সময় পান কি? কিভাবে কাটান?" - মাঝে মাঝে এরকম প্রশ্ন চলে আসে তাই এ ব্লগটা লিখতে বসা। কোথাও ঘুরতে যাওয়া, movie দেখা, গান শোনা, আড্ডা দেয়া আর সবচাইতে মজার হচ্ছে ঘুমানো - তাইনা? হে আমি সেটাই করি - বেশী বেশী ঘুমাই। ছুটির দিনে ঘুমানোর মজাই আলাদা। আগের রাতে দেরিতে ঘুমানো তার পর দিন সকাল ১০ - ১১ টার দিকে উঠে নাস্তা করে আবার টানা ঘুম ২ টা পর্যন্ত, ওঠে খাওয়া TV দেখা, ঘুম - মাথা ব্যাথা করবে নিশ্চিত, এবারে গোধুলী বেলায় বাহিরে একটু বেরিয়ে আসতেই হবে না হলে শরীরের নিশ্চিত ১২ টা বাজবেই। সারাদিন "বন্ধি" থাকার পর যখন চলে যাওয়া বিকেলের মৃদু আলো যখন চোখে লাগে তখন পৃথিবীটাকে স্বর্গ মনে হয়।

মন ফিরে পায় প্রাণ ................. গত পরশু নৌকা ভ্রমন করে আসলাম তাও আবার গোধুলী লগনে। বলুন সাথে কে থাকলে ভাল হত?!!! ....................। থাক ................! আমি আর আমার একটা Friend গিয়েছিলাম। হঠাৎ করেই যওয়া, কোনও Plan ছাড়াই। বুড়িগঙ্গার জলে ভেসে আসলাম ১ ঘন্টার জন্য।

অনেক ভাল লেগেছে..........। বসে বসে আকাশ দেখা, গান গওয়া, গল্প করাই কাজ ছিল................। সবচেয়ে ভাল লাগে এক দৃষ্টিটে বহমান নদীর জলে তাকিয়ে থাকা। আপনি নৌকা ভ্রমণে যচ্ছেন কবে?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।