আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষে সংঘর্ষ নিহত ২ আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় ২৫-৩০টি বাড়িতে ভাঙচুর ও অগি্নসংযোগ করা হয়েছে। এ ছাড়া সিরাজগঞ্জ, নাটোর ও দিনাজপুরে সংঘাত মারামারিতে আহত হয়েছেন ২৮ জন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, নাসিরনগরে পূর্ব বিরোধের জের ধরে গতকাল দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত এবং নারী-পুরুষসহ অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। এ সময় দাঙ্গাবাজরা ২৫/৩০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়।

উপজেলার সাইয়াউক গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন ও উপবৃত্তির অর্থ আত্দসাতের ঘটনাকে কেন্দ্র করে সাবেক স্কুল কমিটির সভাপতি খন্দকার শাহিনের গোষ্ঠী ও বাচ্চুর গোষ্ঠীর মধ্যে এ হামলা ভাঙচুরের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বালু ব্যবসার পাওনা টাকা নিয়ে কালিয়া হরিপুর ইউপি চেয়ারম্যান ও মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছে। সদর উপজেলার পাইকপাড়ায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নাটোর প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গার মাধনগর বাজারে প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করে পূর্ব মাধনগর ও পশ্চিম মাধনগর গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি জানান, বীরগঞ্জে জাতীয় পার্টির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম আহত হয়েছেন। এ সময় নেতাদের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। দলের কর্মিসভায় গতকাল এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.