আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের পাঁচজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ ছয়, কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ চার, মাদারীপুরে চার শ্রমিক, ফেনীতে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন, কুলিয়ারচরে ট্রেন-নসিমন সংঘর্ষে দুই, গাইবান্ধায় মাইক্রোবাস চাপায় বৃদ্ধ, গাজীপুরের শ্রীপুরে এক, গলাচিপায় মোটরসাইকেল চাপায় এক ও দিনাজপুরের ফুলবাড়ীতে একজন মোট ২৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হয়েছে। জানা যায়, বিকাল প্রায় ৫টার দিকে উপজেলার ইসলামাবাদের গোগদ নামক স্থানে সিলেটগামী সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। গুরুতর আহতদের মধ্যে একজন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ ও অপর একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পতৈউড়া গ্রামের শাহজাহান মিয়া (৪৫), তার স্ত্রী রওশন আরা (৩৫), ছেলে আশরাফুল (০৮), মেয়ে রত্না (০৬) এবং সিএনজি চালক দেওড়া গ্রামের হাসেম মিয়া (২০)। আহত শিশু কন্যা স্বপ্না আক্তার (০৭) চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সদর হাসপাতালে মারা যায়। কুমিল্লা : কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার মুরাদনগর ও বুড়িচংয়ে এ সড়ক দুর্ঘটনাগুলো ঘটে। বুড়িচং উত্তরপাড়ায় সকালে রাস্তা পারাপারের সময় অটোরিকশা চাপায় মাঈশা (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

মাঈশা সদর ইউনিয়নের বুড়িচং উত্তরপাড়া গ্রামের মো. মাসুম মিয়ার মেয়ে। অপর দিকে বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোরপাই পোস্ট অফিসের সামনে দুপুরে মোটরসাইকেলের দুই আরোহীকে একটি লরি চাপা দিলে তারা ঘটনাস্থলে নিহত হয়। নিহতরা হলেন বুড়িচং উপজেলার কোরপাই খন্দকার বাড়ির জালাল উদ্দিন (৩০) ও জাবেদ (২০)। এছাড়া মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ-মুরাদনগর সড়কের রামধনীমুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মাহবুব আলম (৯) নামের এক শিশু নিহত হয়। মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর স্পিনিং জুট মিল এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় ইঞ্জিনচালিত নসিমনের চালকসহ চারজন নিহত হয়েছেন।

এতে আরও অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন নসিমনচালক শিপন হাওলাদার (২৫), দত্ত কেন্দুয়া গ্রামের হ্যাপী আক্তার (১৮) কেন্দুয়ার কাউয়াকুলী গ্রামের চম্পা আক্তার (১৪) এবং কালকিনি উপজেলার শশীকর গ্রামের শেফালী বেগম (৪০)। এরা সবাই মস্তফাপুর স্পিনিং মিলের শ্রমিক। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেন ও নসিমনের সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছে।

নিহতরা হলো সুনাম উদ্দিন (৬০) ও মুর্শিদ মিয়া (২৩)। তাদের বাড়ি বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মিরেরগাঁও গ্রামে বলে জানা গেছে। গাইবান্ধা : গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া এলাকায় বৃহস্পতিবার মাইক্রোবাস চাপায় জনাব আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত জনাব আলীর বাড়ি গাইবান্ধা সদর উপজেলার চকচকা গ্রামে। শ্রীপুর : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত একজন নিহত ও একজন আহত হয়েছে।

দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শান্তিপূর্ণ অবরোধ করে রাখে। দিনাজপুর : ফুলবাড়ীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় ১ আরোহী নিহত ও আরও চারজন আরোহী গুরুতর আহত হয়েছে। নিহত যুবকের নাম ইমার আলী (৩৪)। গলাচিপা : পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেলে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরকাজল ইউনিয়নে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.