আমাদের কথা খুঁজে নিন

   

গাছ দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

সিলেট নগরীর সুরমা নদীর পাড়ে বসেছে ২০ দিনব্যাপী বৃক্ষমেলা। দেশি-বিদেশি নানা জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা শোভা পাচ্ছে প্রতিটি স্টলে। তবে অর্ধশতাধিক স্টলের মধ্যে লোকজনের ভিড় নির্দিষ্ট একটি স্টলকে ঘিরে। গাছের চারা দেখতে বা কিনতে নয়, তাদের কৌতূহলী ভিড় একটি গাছকে ঘিরে। বৃক্ষশৈলীতে তৈরি বঙ্গবন্ধুর প্রতিকৃতি দেখতে ভিড় করছেন মেলায় আগন্তুক বৃক্ষপ্রেমীরা। গাছ দিয়ে তৈরি বঙ্গবন্ধুর এই প্রতিকৃতির মূল্য দেড় লাখ টাকা পর্যন্ত হাঁকিয়েছেন ক্রেতারা। তবে স্টল কর্তৃপক্ষ এখনই গাছটি বিক্রি করতে রাজি নন। আগ্রহী ক্রেতাদের নাম-ঠিকানা সংগ্রহ করে রাখা হচ্ছে। মেলার সমাপনী দিন সর্বোচ্চ দরদাতাকে গাছটি তুলে দেওয়া হবে জানানো হয়েছে।

মেলা ঘুরে দেখা গেছে, ঐতিহ্যবাহী কিনব্রিজের নিচ ও আলী আমজদের ঘড়িঘর ঘেঁষে সুরমার উত্তরপাড়ে বসেছে বৃক্ষমেলা। মেলার ৬ ও ৭নং স্টলে দেশি-বিদেশি নানা জাতের গাছের চারা নিয়ে এসেছে বিয়ানীবাজার উপজেলার বিসমিল্লাহ নার্সারি। স্টলটিতে রাখা গাছ দিয়ে তৈরি বঙ্গবন্ধু ও নৌকার প্রতিকৃতি নজর কাড়ছে ক্রেতা-দর্শণার্থীদের। দীর্ঘদিনের পরিচর্যার মাধ্যমে গাছের ডালপালা দিয়ে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আদলে প্রতিকৃতি। শুধু মুখের অংশে লাগানো হয়েছে বঙ্গবন্ধুর প্রিন্টেড মুখাবয়ব। মুখাবয়বের চারপাশেও রয়েছে গাছের ডাল-পালা। বঙ্গবন্ধুর পাশে রাখা হয়েছে গাছ দিয়ে তৈরি নৌকা। সবুজে তৈরি বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি দেখতে ভিড় করছেন সব বয়েসী বৃক্ষপ্রেমীরা। অনেককে প্রতিকৃতিটির পাশে দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা গেছে।

এ ব্যাপারে বিসমিল্লাহ নার্সারির স্বত্বাধিকারী মো. নূরুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকেই তিনি গাছ দিয়ে তার প্রতিকৃতি তৈরির চিন্তা করেন। চার বছর ধরে পরিচর্যার মাধ্যমে থাইল্যান্ডের ফুজিয়া গাছ দিয়ে এ প্রতিকৃতি তৈরি করেছেন। প্রতিকৃতিতে তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি জানান, প্রতিদিনই অনেক ক্রেতা প্রতিকৃতিটি কিনে নিতে আগ্রহ প্রকাশ করছেন। ইতোমধ্যে প্রতিকৃতিটির মূল্য দেড় লাখ টাকা পর্যন্ত ওঠেছে। তবে তিনি এখনই প্রতিকৃতিটি বিক্রি করতে রাজি নন। মেলার সমাপনীর দিন সর্বোচ্চ দরদাতাকে তিনি প্রতিকৃতিটি তুলে দেবেন বলে জানান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.