আমাদের কথা খুঁজে নিন

   

দগ্ধদের দিন যাচ্ছে দুশ্চিন্তায় এফবিসিসিআ

নাশকতার আগুনে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন মানুষগুলোর দিন কাটছে কেবল দুশ্চিন্তা আর হতাশার মধ্যে। দিনের পর দিন যাচ্ছে। চিকিৎসা চলছে। কিন্তু শুকাচ্ছে না শরীরের ক্ষত। এসব মানুষের বেশিরভাগই খেটে খাওয়া। চিকিৎসা চালাতে যে খরচ তা তাদের সংগ্রহ করতে হচ্ছে কর্জ করে। সেই ঋণের বোঝা দিনকে দিন ভারীই হচ্ছে। কোনো আনন্দের সংবাদ নেই এই মানুষগুলোর পরিবারে। এদিকে গতকাল বার্ন ইউনিটে দগ্ধদের দেখতে যান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতারা। এ সময় এফবিসিসিআইএর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বার্ন ইউনিটে ভর্তি ২৯ জনের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা ও কম্বল বিতরণ করেন। গতকাল বার্ন ইউনিটে দেখা যায়, কুমিল্লায় অবরোধের আগুনে দগ্ধ অটোরিকশাচালক মো. রুবেল মিয়ার দুই পায়ের ব্যান্ডেজ খুলে নতুন করে দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন। তার মতো আরও ২৮ জন বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন। বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থশংকর পাল জানান, অবরোধে পেট্রলবোমায় দগ্ধ হয়ে নতুন কেউ ভর্তি হয়নি। গতকাল পর্যন্ত নাশকতার আগুনে পোড়া ১২৩ জন বার্ন ইউনিটে এসেছেন। তাদের মধ্যে ৮১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ভর্তি আছেন ২৯ জন। গতকাল সকাল সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে অগি্নদগ্ধদের দেখতে যান এফবিসিসিআইএর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদসহ সংগঠনের নেতারা। তারা দগ্ধদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং পেট্রলবোমায় দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি ২৯ জনের প্রতিজনকে নগদ ১০ হাজার টাকা ও কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইএর সাধারণ সম্পাদক মীর শাহাবুদ্দিন মোহাম্মদ, সহ-সভাপতি হেলাল উদ্দিন, মনোয়ারা হাকিম আলী, বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন, অধ্যাপক ডা. সাজ্জাদ খোন্দকার প্রমুখ। কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সহিংসতায় অগি্নদগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে অগি্নদগ্ধ ২২ জন এবং চট্টগ্রামে নিহত তিন জনের পরিবারের খোঁজখবর নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে পরিবারগুলোকে নগদ ৫০ হাজার টাকা করে প্রদান করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.