আমাদের কথা খুঁজে নিন

   

সরকারী সিদ্ধান্তের প্রশংসা করতে হয়!! ফেসবুক বন্ধ!!!

বিশ্বাসকে সত্য ভাবা আর, সত্যকে বিশ্বাস করা এক নয়। কেউ বিশ্বাস করুক বা না করুক সত্য সত্যই।
ফেসবুক বন্ধ। শুনে ভাবলাম মুহাম্মদ(সঃ) এর কার্টুন আকার নিমন্ত্রন দিয়ে ফেসবুকে যে গ্রুপ খোলা হয়েছিল তার জন্য ইসলামী সংগঠনগুলোর আন্দোলনের মুখে facebook বন্ধ করেছে সরকার। কিন্তু না পড়ে জানলাম, আজ সকালে RAB পুরাতন ঢাকা থেকে শিশির নামক এক যুবকে গ্রেপ্তার করে ।

তা অপরাধ সে সরকারি দলের বেঙ্গাত্তক ছবি facebook এ প্রকাশ করে । আর এই কারনেই সরকার facebook বন্ধ করে দেয় । "দিন", দুঃখিত "দ্বীন বদলের স্লোগান" নিয়ে যে সরকার তাদের কাজ শুরু করেছিল তার নমুনা। মহানবীর(স) কার্টুন নিয়ে এত আন্দোলন হল কিছু করা হল না আর আমাদের মন্ত্রী!! ছিঃ কি বলবেন বলুন, চিড়িয়া ঢুকেছে মন্ত্রীসভায়। তাদের চিড়িয়াখানায় অথবা পাবনায় পাঠানো হোক।

। শতাধিক পর্নো ওয়েবসাইট খুলে রেখে তরুন সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে তাদের বাধেনা!!! সে সাইটগুলো বন্ধ হয়না!!! বন্ধ হয় ফেসবুক!!!! জোর দাবি তুলুন। ওয়েবের সবচেয়ে বড় জঞ্জাল হল সেসব শতাধিক পর্নো ওয়েবসাইট সেগুলো বন্ধ করতে হবে। আমাদের দাবি মানতে হবে। নয়তো বাংলাদেশের মন্ত্রীসভায় এমন আহা্ম্মক মন্ত্রী নামের জঞ্জালের কোন প্রয়োজন নেই।

। । । ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।