আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুক: একটি প্রতিক্রিয়াশীল পোস্ট

আস সালাম - আপনার উপর শান্তি বর্ষিত হোক

দুর্নাম এই ব্লগে বহু কামিয়েছি। আজকেও না হয় কামাব। তবুও নিজের কিছু কথা কিছু চিন্তা প্রকাশ করতে চাই। ফেইসবুক বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে। এর পেছনে নানান কারন বলা হচ্ছে।

নিষিদ্ধের বিষয়টি ফ্যাক্ট। আর কারনের বিষয়টি অপিনিয়ন। এর কারন এসব ক্ষেত্রে "প্রকৃত কারন" প্রায়শই উহ্য থাকে। ব্লগে দেখছি ফেইসবুক নিষিদ্ধের বিষয়টি আম জনতা মানতে পারছেন না। ফেইসবুক নিষিদ্ধকে মানুষজন বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ হিসেবে নিয়েছেন।

বাক স্বাধীনতা আজকের পৃথিবীতে প্রতিষ্ঠিত বিষয়। একে দলন করে টেকা যায় না, সে বিষয়ে দ্বিমত প্রকাশের বিন্দুমাত্র অবকাশ নেই, থাকার কথাও নয়। আমি ফেইসবুক নিষিদ্ধের বিপক্ষে, যদিও আমি নিজে ফেইসবুক একেবারেই ব্যবহার করি না। আশা করি ফেইসবুক সরকার দ্রুত খুলে দেবে। এটা এজন্য যে, "পাকিস্তানের পরে বাংলাদেশে নিষিদ্ধ হল ফেসবুক" জাতীয় কোন শিরোনাম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেখতে চাই না।

বাংলাদেশ জনশক্তি রপ্তানী করে টিকে আছে। সে খাতটি পর্যুদস্ত হবার যে কোন পায়তারা প্রতিহত হওয়া উচিত। আন্তর্জাতিক বিশ্বে, বিশেষত পশ্চিমা বিশ্বে, বাংলাদেশীদের উদারপন্থী হবার সুনামটুকু (নাকি দুর্নাম?) রয়েছে। বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ বলে সে সুনামটুকু ধরে রাখার পক্ষপাতী। অস্তিত্বের সংগ্রামে নিজেদের শেকড়কে শক্ত করা বাংলাদেশের এখন টপ মোস্ট প্রায়োরিটি হওয়া প্রয়োজন।

কিন্তু তারপরেও দুটি কথা না বলে পারছি না। ফেইসবুক আমাদের কতটুকু প্রযুক্তি কিংবা সুবিধা দিচ্ছে, সে হিসেবটাও সবার রাখা উচিত। প্রকৃত সত্য হচ্ছে ফেসবুক মূল ইউজার ১৮ থেকে ২৫ বছর বয়েসী ছেলেমেয়েরা। ৩৫ বছরের উপরের মানুষজনের ফেইসবুক আসক্তি খুবই কম। বিভিন্ন জরিপে এটা স্পষ্ট যে এই বিশেষ বয়েসী মানুষদের কাছে ফেসবুকের রয়েছে অত্যন্ত বেশীমাত্রার জনপ্রিয়তা।

উপরে একটি চার্ট দিলাম ইউএস ফেইসবুক ইউজারদের। কৃতজ্ঞতা: Click This Link যারা সেল ফোন বা মোবাইলকে ফেইসবুকের সাথে তুলনা করছেন, তাদের সবিনয়ে বলছি যে মোবাইল সব ধরনের বয়েসী মানুষদের কাছে আদৃত। Click This Link প্রযুক্তির বিরোধিতা করে এগোনো যায় না, তবে প্রযুক্তিকে সঠিক পথে পরিচালিত করার দায়ভারও মানুষের কর্তব্য।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।