আমাদের কথা খুঁজে নিন

   

কোবতে লাগলে এট্টু হান্দান তো এই পুস্টে

এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি

দুরন্ত স্বপ্নচারী আমার অত্যন্ত প্রিয় একজন ব্লগার। তিনি আমার ইউনিভার্সিটির একজন সিনিয়র ভাই, অথচ তাঁর সাথে আমার পরিচয় সামহোয়ার ইন ব্লগে এসে! পরিচয় পর্বটা বেশিই সুখকর ছিল, তর্ক করতে গিয়েই আমার প্রতি তাঁর এবং তাঁর প্রতি আমার ভালোবাসা। চুয়েটের বড় ভাইরা সবসময়ই জুনিয়রদের জন্য অন্যরকম, তিনিও এর ব্যতিক্রম নন। দিন কয়েক আগে তিনি একটি কবিতা লিখার ব্যাপারে সাহায্য চান ব্লগারদের কাছে, আমি সেখানে যেই মন্তব্যটি করি সেটিই হুবহু তুলে দিচ্ছি, কারণ, অন্য ব্লগারগণ যদি একই ধরণের সাহায্য প্রার্থনা করেন, তাইলে য্যান হ্যারাও হ্যাল্প পায় আর আমার কিসু টু-পাইস ইনকাম হয় । আমি কইলাম কবি না, মাগার ছুডু ব্যালায় কিসু কোবতে লেখনের আউশ আসিন! যাউকগা, পুস্টো পড়বার আইয়া কাহিনী পইড়া বিলা খায়েন না মামা+মামীরা, নিচে দ্যাহেন। কলা বাগানের চিপার ভিতর কীসের শব্দ ঐ ওগো চলো রাত হয়েছে একটু রোমান্স লই! লোডশেডিংয়ের জ্বালায় মোরা দুজন জেগে রই বলো প্রিয়া রোমান্স কিসের হাতপাখাটা কই?? নগদে ডেলিভারি দিয়া গেলাম, লাগলে পুরা প্যারডি বানায়া দিতাসি, পছন্দ না হইলে অরিজিনাল কোবতে লেইখ্যা দিমু, কুনু অসুবিধা নাই। খালি কোবতের লাইগ্যা আমারে কিছু সম্মানী দ্যাওন লাগব, ট্যারিফ নিম্নরূপঃ সাধু ভাষায় প্যারডিঃ ২০০ টাকা (দশ লাইন বা এর নিচে) চলিত ভাষায় প্যারডিঃ ১০০ টাকা (দশ লাইন বা এর নিচে) সাধু ভাষায় প্যারডিঃ ৩০০ টাকা (দশ লাইন এর উপ্রে) চলিত ভাষায় প্যারডিঃ ২০০ টাকা (দশ লাইন এর উপ্রে) সাধু ভাষায় অরিজিনালঃ ৫০০ টাকা (ভরপুর রোমান্স) চলিত ভাষায় অরিজিনালঃ ৪৫০ টাকা (ভরপুর রোমান্স) সাধু ভাষায় অরিজিনালঃ ৪০০ টাকা (লিমিটেড রোমান্স) চলিত ভাষায় অরিজিনালঃ ৩৫০ টাকা (লিমিটেড রোমান্স) ইংরেজি অনুবাদঃ ৪৫০ টাকা (উড়াধুড়া রোমান্স) হিন্দি অনুবাদঃ ৪০০ টাকা (উড়াধুড়া রোমান্স) বিস্তারিত জানতে আমার লগে কন্টাক্ট করেন, কোবতের নমুনা দেখবার চাইলে আমার পয়লা ১০/১২টা পুস্ট দ্যাহেন। এইটা পইড়া দুরন্তদা আমারে কৈল, একখান কতা লেখবার ভুইল্যা গেসঃ *Conditions apply!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।