আমাদের কথা খুঁজে নিন

   

শালার কোবতে

দুঃখিত, নীতিমালা ভঙ্গের কারণে আপনাকে কমেন্ট ব্যান করা হয়েছে ।

মনে করেন একটা ভালো পুসট আইলো। বা টেকি পুসট আইলো। (অবস্যই গদ্যে) তো কিয়ের থিকা কী, পানতা ভাতে ঘি, ঝাকে ঝাকে ঝাটকার মতো, কুকবিতা, বেকবিতা, নষ্টকবিতা, অকবিতা দিয়া ফ্লাডিং কইরা সেইটারে দেয় পেরথম পাতা থিকা সরায়া। মিজাজ কতখুন ঠিক থাকে। আর ভালা কবিরা(সাংগ-পাংগ ঘোষিতো, বা স্বঘুষিতো) জেইডা লেখে, হেইডা এমুন পেচায়া লেখে জে মাতার কয়েক মাইল উপর দিয়া যায়। কিষুই বুজি না। কিনতু সাংগপাংগেরা বলে সবই বুঝে ভালা-ভালা কইয়া বাহবা দেয়????!!! আজীব এক খেলা চইলতেছে। শালার কোবটে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।