আমাদের কথা খুঁজে নিন

   

এতক্ষনে অরিন্দম কহিলা বিষাদে...।

জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"

আর যাই হোক,৪টা কাজের জন্য জিয়াউর রহমানের অবদানকে আজ পর্য্যন্ত কেউ অস্বীকার করে নাই। নতুন কুড়ি,জাতীয় চলচ্চিত্র পুরুস্কার, দেশের সর্বোচ্চ সম্মান একুশে পদক এবং সার্কের স্বপ্নদ্রষ্টা হিসেবে। এ নিয়ে আজ পর্য্যন্ত কোন বিতর্ক ও তৈরী হ্য়নি। উল্লেখ্য, শিশুদের নিয়ে জিয়াউর রহমান প্রবর্তিত নতুন কুঁড়ি (৭৭ সাল থেকে) জিয়াকে এতটাই হাইলাইট করেছিল যা আওয়ামি লীগের কাছে গোদের উপর বিষফোড়ার মত হয়ে দাড়িয়েছিল। যার ফলে ঈর্ষাপরায়নতাস্বরুপ ৯৬'সালে ক্ষমতায় এসেই বিটিভির তালিকা থেকে সর্বপ্রথম যে অনুষ্টানটি কর্তন করে সেটি হল "নতুন কুড়ি"।

সবাই জানেও সেটা । আজ হঠাৎ করে ছড়াকার লুৎফুর রহমানের পাকস্হলী থেকে আজব এক বয়ান উদগীরণ হল। বিটিভির নতুন কুড়ি নাকি জিয়ার নামে 'হরন'করা হয়েছে। হায়রে চামচার দল !প্রতিদিন নতুন নতুন আচানক তথ্য প্রসব না করলে তাদের পেটের ভাত বোধ হয় হজম হয় না। সরকারের চামচামী করে লুৎফুর রহমান রিটন তো ৯৬ সালে জাপানের দুতাবাসে প্রেস মিনিস্টারের চাকরী ও বাগিয়ে নিয়েছিল।

তখন কোথায় ছিল এই তথ্য? সেটা বয়ান না করে সুটকেসে বুঝি তালাবন্ধ করে রেখেছিলো ২০১০ সালে প্রকাশ করে শিকেয় যদি কিছু জোটে! সেজন্যে? চামচামীর স্বপ্নদ্রষ্টা বটে! নতুন কোন ফিকির নিয়ে যে রিটন আগাচ্ছে এটা পাগল ও বুঝবে। অনেকেই হয়তো জানেনা, এই সেই রিটন,গত টার্মে আওয়ামি লীগ ক্ষমতা হারানোর পর দেশ থেকে চম্পট দিয়ে কানাডা এসে গ্রীণ কার্ডের লোভে দেশের ইমেজে "আইক্যাওয়ালা "বাঁশ ঢুকিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিল। বিশ্বাস না হলে কোন নিউ ইয়র্কার অথবা কোন কানাডার কোন টরন্টো বাসীদের জিজ্ঞেস করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।