আমাদের কথা খুঁজে নিন

   

একুশের গল্প

অন্ধ বিশ্বাসী নই। www.lekhok.com www.lekhok.net

একুশ মানে একটি স্বপ্ন, একটি আশা, একুশ মানে একটি স্বপ্নীল ভালোবাসা। একুশ একটি প্রদিপের আলো, একুশ মুছতে পারে সব কালো। একুশ মানে নতুন এক সম্ভবনা, একুশ মানে না কোন মানা, একুশ মানে দুঃসাহসিক জীবন, যে জীবন আর ভয় পারে না কোন মরন। পারে শুধুই সামনে এগিয়ে যেতে, পারে না পিছ পা হতে।

একুশ মানে একটি খোলা মন, যে কাউকে করতে পারে প্রিয়জ. একুশ মানে একটি জলন্ত অনল, যে অনল নিভাবে, নেই এমন কোন জল। একুশ পারে অসম্ভবকে সম্ভব করতে, একুশ পারে না বলা কথা বলতে। যে কথার মাঝে স্বপ্ন লুকিয়ে আছে, যে স্বপ্ন খুব প্রয়োজন সবার কাছে.... এই লেখাটি আমি লিখেছিলাম(অনেক আগে) আমার একুশতম জন্মদিনে। আমার জন্মও আবার একুশে ফেব্রুয়ারি, তখন আমি মাত্র লেখালেখি করি নিজের শখে। আর এখন ব্যাস্ততা আমার দেয় না সময়।

তাই আমার লেখার মান বাড়ে নি। ব্লগে আমার বেশিরভাগ লেখার কোন কপি আমার কাছে নাই, রাখারও চেষ্ঠা করি না। পুরান ডাইরি থেকে আজ এই লেখাটা দিলাম। নীলমেঘ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।