আমাদের কথা খুঁজে নিন

   

My love story: ৩০ মিনিটের একতরফা ভালোবাসা

আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন। । আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://gmshovo.info থেকে বসে বসে জপছিলাম," আয়,আয়,আয়!" কিছুক্ষন পর দেখি বালিকা আমি যেই সিএনজিতে বসা সেটার দিকেই এগিয়ে আসল। খুশি হবার আগেই দেখি বালিকার সাথে তার বাপ-ভাই দুজনই আছে।

সবার আগে আমি বসেছিলাম আর তাই বালিকার বড় ভাই পেছনের সিটে বসার চেষ্টা করেও না পেরে সামনে গিয়ে বসল। আর বালিকা আমার পাশে। কিছুক্ষন পর বালিকার বাবা বালিকাকে সরিয়ে মাঝে এসে বসেন যদিও এতে ভালোই হলো এখন বালিকাকে দেখা যাচ্ছে সিএনজির সামনের গ্লাসের দিকে তাকিয়েই। সরাসরি তাকানোর চাইতে যা বেশ নিরাপদ। আয়নাতে তাকিয়ে দেখছিলাম বালিকাকে, হাওয়ায় চুল উড়ছিল, চুলগুলোতে মুখ ঢেকে যাচ্ছিল।

দেখছিলাম তবে অপলক দৃষ্টিতে না কারন বালিকার ভাই মানে খলনায়ক কিছুক্ষন পর পর বোনের দিকে তাকাচ্ছিল। বালিকার বাবা তেমন অসুবিধা করছিল না কারন তিনি আমার প্রথম আলু পেপারটা দেখায় মগ্ন ছিলেন। বেটা বেশ অভদ্র ভাবেই আমার হাত থেকে পত্রিকাটা নিয়েছিলেন। অন্য কেউ হলে কিছু বলে ফেলতাম ঠিকই। বালিকার ভাই মাঝে মাঝে বালিকাকে সাংকেতিক ভাবে কি যেনো ঠিক করতে বলছিল।

সেটা হয় কাপড় অথবা চুলগুলো। মাঝে একবার জ্যামে বসে বালিকার চোখে চোখ পড়েছিল, তবে বালিকা সাথে সাথেই চোখ নামিয়ে নিয়েছিল। এর মাঝেই সেকেন্ড ভিলেন হিসেবে আসল আরেক যাত্রী। শালার ব্যাটা গ্লাসটাকে এমন ভাবে ঢেকে রেখেছিল যে বালিকাকে দেখতে বেশ বেগ পোহাতে হয়েছিল। সেকেন্ড ভিলেন যখন নেমে গেলো তখন সেই আগের মতোই দেখছিলাম তাকে, তার উড়ন্ত চুলগুলো,চুলে ঢেকে যাওয়া মুখটাকে তবে অপলক দৃষ্টিতে না।

যখন আমার নেমে যাওয়ার সময় ঘনিয়ে আসছিল তখন বেশ খারাপ লাগছিল। খারাপ লাগছিল কেনো বুঝতে পারছিলাম না। সম্ভত এই বয়সের সস্তা আবেগের জন্যই। হাতে লিচুর ব্যাগ নিয়ে যখন নেমে যাচ্ছিলাম তখন মেয়েটির দিকে আর তাকাই নি। কারন এই বয়সের সস্তা আবেগকে এতো প্রশ্রয় দেওয়াটা হয়্তো নিজের জন্যই ক্ষতিকর।

যখন হেটে চলে আসছিলাম তখন একটাই প্রশ্ন মাথায় ঘুরছিল আর সেটা হচ্ছে," সুন্দরী মেয়েদের কী এরকম বড় ভাই না থাকলে চলত না?" ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।