আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ষন বা তেতুল তত্ত্ব বিতর্ক আর মাঝখানে শিশুদের পান্না বা পরিমলদের হাতে বর্গা .......


আমি এ লিখায় প্রথমেই একটি চমৎকার মেয়ে শিশুর ছবি দিয়েছি, তাকিয়ে দেখুন কি নিস্পাপ দুটি চোখ কাল যদি এ মেয়েটি ধর্ষিত হয় আপনার কঠিন হ্রদয়ে কি একটু কষ্টের রেখা দেখা দিবে না ............???? প্রতিটি আলোচিত ধর্ষনের ঘটনার পর হালের পান্না মাস্টার বা পরিমলের ঘটনা বা ভারতে মেডিকেল ছাত্রী দামিনীর গনধর্ষনের ঘটনার পর আমরা শুশীল সমাজ একটু নড়ে চড়ে বসি..... ফেইসবুক বা ব্লগে কয়দিন জোর আলোচনা হয় যেন আগে কখনও কেউ এ অপরাধের খবর জানতো না এইবারেই প্রথম জনসম্মুখে এ ধরনের অপরাধের বিবরন পাওয়া যাচ্ছে। তারপর আবার সব চুপ.... খবরের স্তুপের পরে চাপা পড়ে যায়....। কয়দিন পর আমরা কতজন দামিনীর খোজঁ রাখি?? কত রীমা সীমা জোবেদা হালিমা সাজিয়া আলেয়ারা দিনের পর দিন এ অত্যাচার সহ্য করেছে .... কিন্তু কিছু বলতে পারেনি সমাজের ভয়ে, তথাকথিত লোকলজ্জার ভয়ে। সমাজ তাকে শিখিয়েছে সহ্য করতে, মুখ বুজে সহ্য করতে কারন ধর্ষনের কথা মেয়েটির জীবনে নিয়ে আসবে আরো শতবার ধর্ষন। আর এ সুযোগে চলছে নীরব ধর্ষন দিনের পর দিন।

একটি আট বছরের ছেলেটির এ উত্তর জানা না থাকলে একটি আট বছরের মেয়ের জীবনে হয়তো ঘটে গেছে এর থেকেও ভয়াবহ ঘটনা.. তাকে হয়তো আজ এতটুকু বয়সে উত্তর খুজতে হয়না কারন সেই এর শিকার....। প্লিজ আমার শিশুটিকে বাঁচতে দিন কখন কার শিশুটির জীবনে যে পরিমল বা পান্না মাস্টাররা এসে তার চমৎকার শৈশব কেড়ে নিবে না তার গ্যারেন্টি কোথায়??? তার শৈশব শুরু না হতেই নরপশু শিশুলোভী হায়েনাদের থাবা থেকে আমার আপনার শিশুটিকে বাঁচবে কিনা তার নিশ্চয়তা কোথায়? শৈশবের আনন্দ আমরা তাকে দিতে পারিনি তাই বলে বাঁচার অধিকারটুকু তো কেড়ে নিতে পারিনা। যে ফুল বিক্রেতা আজ ধর্ষিত হলো কাল স্কুলে যাওয়ার পথে আমার মেয়েশিশু হয়তো ধর্ষনের হাত হতে বাঁচতে পারবে না..... পরশু আপনার শিশুটি কোথাও একা যাওয়ার পথে কিভাবে তাকে বাঁচাবেন হায়েনাদের থাবা থেকে? কারন কোথাও সে নিরাপদ নয়..... আজ আমি আপনি সবাই শুনছি কিন্তু এর কি কোন প্রতিকার করতে পেরেছি........?????? প্রতিদিনের নিউজে হেডিং আসা কি বন্ধ হয়েছে....????? আমার আপনার শিশুটি কি নিরাপদে স্কুল থেকে বাসায় আসতে পেরেছে, কোন পরিমল, জয়নাল, রসুলরা কি তাদের পথ আটকায়নি????? উত্তর......হাঁ আটকিয়েছে... প্রতিটি স্থানে, শহরে কি গ্রামে.....পথে ঘাটে স্কুলে কলেজে প্রাইভেট টিচারের কাছে অফিস আদালতে হাসপাতালে...... কিন্তু আমাদের মেয়েরা চুপ থেকেছে, সহ্য করেছে কারন আমরা তাকে শিখিয়েছি এসব কথা বলতে নেই তোমারই খারাপ হবে, তোমাকে খারাপ বলবে, তোমার বিয়ে হবে না, সমাজ তোমাকে দোষ দিবে...শালিসের নামে তোমাকে দোড়রা মারবে, পুলিশ তোমার কেস নিবেনা বরং তোমাকে শতবার ধর্ষন করবে, আদালতে তোমার বিচারের নামে প্রহসন হবে, আবারো তোমাকে ধর্ষিত হতে হবে কাঠগোড়ায়, পুলিশ কাস্টোডিতে... জেলে। কারন তুমিতো মানুষ নও তুমি মেয়েমানুষ ...তোমাকে ভোগ করার...অপমান করার.... মেরে ফেলার অধিকার তাদের আছে। তোমার বিচার চাওয়ার অধিকার নেই...... তোমার এত বড় সাহস ....... তাইতো ধর্ষনের বিচার চেয়েছো বলে জেল থেকে ছাড়া পেয়েই তোমাকে মেরে ফেলা হয়েছে।

হাঁ মেরে ফেলা হয়েছে....... কিন্তু আর কতদিন আমরা সহ্য করবো..... রুখে দাড়াবার কি সময় হয়নি.....সময় হয়নি কি বিচার চাইবার????? আমাদের কি একটু ও টনক নড়ে না ...... ???? আমরা কি একটুও এই অপরাধের গুরুত্ব বুঝতে পারছি না .......????? আমাদের কি আর কোন ক্ষমতা নেই ...........???? আমরা কি একটু বুঝতে পারছিনা এ শিশুটির মানষিক অবস্থা..??? কি নিদারুন কষ্টে তার দিন কাটে... তার শৈশব কাটে... আমার আপনার শিশুটিকে বাঁচাতে হবে....তাকে একটি চমৎকার শৈশব দিতে হবে..... তাকে একটি সুষ্ঠ পরিবেশ দিতে হবে..... তাকে একটি নিরাপদ সমাজ দিতে হবে.........। রাষ্ট্র যদি আমার আপনার শিশুটিকে নিরাপত্তা দিতে না পারে, সমাজ যদি তাকে বেঁচে থাকার নিশ্চয়তা দিতে না পারে তাহলে আমাকে আপনাকেই এগিয়ে আসতে হবে ওদেরকে বাঁচাতে। ওদের ফুটফুটে মুখের দিকে তাকিয়ে আমার আপনার প্রতিবাদ করার সময় এখনই.... আজ আমরা রুখে না দাড়ালে কাল কি পারবো আমার আপনার ফুটফুটে সন্তানটিকে বাচাতে?????
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.