আমাদের কথা খুঁজে নিন

   

সংসদীয় কমিটিতে তোপের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী



এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির তোপের মুখে পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আন্তর্জাতিক ক্রয় কার্যক্রমের দুর্নীতির তদন্তে অসহযোগিতার কারণে এ কমিটির সদস্যরা তার সামনেই ক্ষোভ প্রকাশ করেন। এ সময় মন্ত্রীর সাথে দীর্ঘ বাদানুবাদেও জড়িয়ে পড়েন তারা। আজ বুধবার বিকেলে কমিটির ১৮তম বৈঠকে এ ঘটনা ঘটে। কমিটির নির্ভরযোগ্য সূত্র জানায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ১৯টি আইটেমের প্রায় ১শ কোটি টাকার মালামাল ক্রয়ের প্রক্রিয়ায় বেশ কিছু দুর্নীতির অভিযোগ পায় এ কমিটি।

তারই প্রেক্ষিতে এ দুর্নীতির তদন্তে কমিটির ১৭তম বৈঠকেই হুইপ মির্জা আযমকে আহবায়ক করে ৬ সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়। সাব-কমিটির পক্ষ থেকে ওই ক্রয় প্রক্রিয়া বন্ধ রাখার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেয়া হয়। কিন্তু ক্রয় প্রক্রিয়া বন্ধ হয় না। পরে কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালাম নিজেই চিঠি দিয়ে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এরপরও ওই ক্রয় প্রক্রিয়া স্থগিত করা হয়নি।

এ কারণে বিষয়টি তদন্তের কাজও শুরু করা সম্ভব হয়নি। সূত্র জানায়, আজ বৈঠকের শুরুতেই এ বিষয়টি নিয়ে উত্থাপিত হলে এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর মতামত জানতে চান কমিটির সভাপতি। এ সময় মির্জা আযমসহ সাব-কমিটির অন্যান্য সদস্য ওই ক্রয় প্রক্রিয়া স্থগিত না করায় ক্ষোভ প্রকাশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন কমিটির উদ্দেশে বলেন, জনগুরুত্বপূর্ণ এ ক্রয় প্রক্রিয়া বন্ধ রাখা সম্ভব নয়। কমিটি তদন্ত করে কোনো অনিয়ম পেলে তার পরই ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রীর কথার প্রেক্ষিতে কমিটির সদস্য মো. মুজিবুল হক মন্ত্রীর উদ্দেশে বলেন, যদি এ ক্রয় প্রক্রিয়া বন্ধ না করা হয়, তবে তদন্ত করে লাভ কি? এ নিয়ে দুই পক্ষের মধ্যেই দীর্ঘক্ষণ বাদানুবাদ চলে। পরবর্তীতে এই তদন্তকারী সাব-কমিটির কাজে সার্বিক সহযোগিতা করার জন্য কমিটির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এছাড়া এ সময় এই সাব-কমিটিকে আগামী বৈঠকে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন উপস্থাপনের নির্দেশ দেয়া হয়। বৈঠক শেষে এ প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে চাননি কমিটির সভাপতি আবদুস সালাম। তিনি শুধু জানান, আজকের বৈঠকে এসিড নিয়ন্ত্রণ (সংশোধন) আইন-২০১০ বিলটি চূড়ান্ত হয়েছে।

প্রসঙ্গত, আবদুস সালামের সভাপতিত্বে আজকের এ বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাসমুল হক টুকু, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার, হুইপ মির্জা আজম, মো. মুজিবুল হক, মো. নূরুল ইসলাম সুজন, সানজিদা খানম ও মো. সফিকুল ইসলাম। এ সময় স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার, আইজিপি নূর মোহাম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (শীর্ষ নিউজ ডটকম/ এসকে/ আরআর/ সস/ ২০:১৬ ঘ.)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.