আমাদের কথা খুঁজে নিন

   

সংসদীয় গণতন্ত্রে অশনি সংকেত

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

নবম জাতীয় সংসদের মেয়াদ খুব বেশী দিনের নয়, মাত্র এক সপ্তাহের মতো। কিন্তু ইতিমধ্যেই সংসদ বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সাবেক স্পীকার ব্যরিস্টার জমিরুদ্দীন সরকারের একটি সিদ্ধান্তের কারনে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে এখন অশনি সংকেত দেখা দিয়েছে। সংসদের প্রথম সারিতে বিরোধী দলের আসন বিন্যাস এর সিদ্ধান্ত প্রথমে দিয়েছিলেন সদ্য বিদায় নেয়া স্পীকার ব্যরিস্টার জমিরুদ্দীন সরকার।

তিনি সরকারী দলের চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদের সাথে কোনরকম আলোচনা বা পরামর্শ না করে তার একক সিদ্ধান্তে বিরোধী দলের জন্য সামনের সারিতে আসন বন্টন করে দিয়ে যান। এডভোকেট আবদুল হামিদ নতুন স্পীকার হয়ে আসার পর জমিরুদ্দীন সরকারের সেই সিদ্ধান্ত পাল্টিয়ে নতুনভাবে বিরোধী দলকে আসন বন্টন করেন সামনের সারিতে। সার্বিক দৃষ্টিকোণ দিয়ে যদি পুরো ব্যাপারটিকে যদি দেখা হয়, তাহলে পুরো ব্যাপারটির জন্য সরকারী ও বিরোধী দল উভয়ই দায়ী। সাবেক স্পীকারের সিদ্ধান্ত যখন দিয়েই ফেলেছেন, তখন সরকারী দলের উচিৎ ছিল ব্যাপারটিকে আর ঘাঁটাঘাঁটি না করে ঐভাবেই আসন বিন্যাস মেনে নেয়া, কিন্তু তা না করে বিরোধী দলের জন্য নতুনভাবে আসন বিন্যাস করে সরকারী দল পরিস্থিতি ঘোলাটে করে তুলেছে। অন্যদিকে বিরোধী দলও এই সামান্য ব্যাপারটি নিয়ে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করছে।

বিরোধী দল এখন নতুন শর্ত দিয়েছে যে, সামনের সারিতে তাদের আসনসংখ্যা বৃদ্ধি না করলে তারা এই অধিবেশনে আর যোগ দেবে না। সংসদকে কার্যকর করতে হলে সরকারী ও বিরোধী দল উভয়েরই সক্রিয় অংশগ্রহণ জরুরী, সেটা বিরোধী দলের আকার যতই ছোট হোক না কেন। কিন্তু এই আসন বিন্যাসের মতো সামান্য একটি বিষয়ের সূত্র ধরে ক্রমাগত সংসদ বর্জন সংসদকে মোটেই কার্যকর করতে পারবেনা। অনেকেই বলছেন পুরো ব্যাপারটির জন্য দায়ী বিদায়ী স্পীকার ব্যরিস্টার জমিরুদ্দীন সরকার। তিনি হয়তো ভেবেছিলেন, তার একক সিদ্ধান্তে এই আসন বিন্যাসের ফলে সংসদে একটা জটিলতা তৈরী হবে এবং এর অজুহাতে বিরোধী দল সংসদ বর্জন করবে।

নবম জাতীয় সংসদ জনগণের অনেক আশা নিয়ে যাত্রা শুরু করেছিল। জনগণ ভেবেছিল অতীতে যেমন করে বিরোধী দল ক্রমাগত সংসদ বর্জন করে আসতো, সেই অপসংস্কৃতি থেকে এই সংসদ মুক্ত থাকবে। কিন্তু প্রথম অধিবেশনের প্রথম সপ্তাহেই তুচ্ছ একটি কারণে সংসদে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তাতে করে জনগণের সেই আশা ধুলায় মিশে যেতে বসেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.