আমাদের কথা খুঁজে নিন

   

অঞ্জলি লহ মোর সংগীতে .........।

আমায় গেঁথে দাওনা মা'গো একটা পলাশ ফুলের মালা ... .
প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন একজন বহুমাত্রিক কবি। সাহিত্যের কোন শাখায় তাঁর পদচারনা ছিল না! যে সময়টায় নজরুলের জন্ম সেই সময়ের কারনে নিজে হয়ে উঠলেন বিদ্রোহী এবং তাঁর লেখনীতে বার বার উঠে এসেছিল বিদ্রোহ। কবি এক দিকে যেমন ছড়িয়ে দিয়েছিলেন বিদ্রোহের আগুন তেমনি অন্য দিকে শুনিয়েছেন বাঁশির কোমল সুর। তাই হয়ত তাঁর লেখায় পেয়েছিলাম........... মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য এই বহুমাত্রিক কবির সংগীত সত্ত্বা আমাদের সংগীত অঙ্গনকে করে তুলেছে সমৃদ্ধ।

কী না তুলে ধরেছেন তিনি তাঁর গানে। বিদ্রোহ, মানবতা, প্রেম, দেশাত্ববোধ। গানের এই বুলবুল তাই হয়ত বলেছিলেন........... আমায় নহেগো ভালোবাস শুধু ভালোবাস মোর গান...... কিন্তু আমরা কতটুকু ভালবাসি তাঁর গানকে ? এই আজকের আমরা কজন শুনি তাঁর গান? উত্তর খুব একটা আশানুরূপ হবে তেমনটি হয়ত না। যারা নজরুলের গান শোনেনি বা এখনো শোনার সময় হয়ে উঠেনি, সময় করে শুনেই দেখুননা। আপনি যেমন করে আজ ভাবছেন তেমন করে ভেবে কি চমৎকার গানের ভান্ডার রেখে গেছেন তিনি আমাদের জন্য।

আজকের এই আধুনিকতাকে নিজের মাঝে ধারণ করেছিলেন অতীতেই প্রিয় এই কবি। কবির গান দিয়েই তাঁর প্রতি আজ আমার শ্রদ্ধাঞ্জলি। আমার ভালোলাগা নজরুলের অসংখ্য গানের মাঝে প্রিয় কিছু গান..... ১। অন্জলী লহ মোর সংগীতে............। ২।

মোর ঘুম ঘোরে এলে মনোহর নম নম......। ৩। এই কিগো শেষ দান বিরহ দিয়ে গেলে....... ৪। তুমি সুন্দর তাই চেয়ে .......। ৫।

শাওন রাতে যদি স্মরণে আসে মোরে .....। ৬। মোরা আর জনমে হংসমিথুন ছিলাম.....। ৭। বরষা মনে লাগে দোল.......।

৮। কত দিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখ খানি.......। ৯। মোর প্রিয়া হবে এসো রানী দেবো খোঁপায় তারার ফুল....। ১০।

হলুদ গাঁদার ফুল........। ১১। প্রিয় এমনও রাত যেন যায় না.........। ১২। চাঁদ হেরিছে চাঁদ মুখ তার......।

১৩। চুড়ির তালে নুড়ীর মালা..........। ১৪। হারানো হিয়ায় নিকুঞ্জ........। ১৫।

পদ্মার ঢেউ রে....। ১৬। এমনই বরষা ছিল সে দিন......। ১৭। আমি চির তরে দুরে চলে যাব...।

১৮। বেল ফুল এনে দাও চাইনা বকুল........। ১৯। আমার যাবার সময় হল দাও বিদায়....। ২০।

নম নম বাংলাদেশ মম। নজরুলের আরো কিছু গান নজরুল মিশে থাকুক আমাদের সকল ভালোলাগায়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।